promotional_ad

আমরা কোনো অধিনায়কই দলকে উপরে উঠাতে পারিনি: আশরাফুল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


২০০০ সালের ১০ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে টেস্ট ক্রিকেটের অভিজাত আঙিনায় নাম লেখায় বাংলাদেশ। এখন পর্যন্ত ১১ জন অধিনায়ক টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। কোনো অধিনায়কই সাদা পোষাকে বাংলাদেশের পারফরম্যান্সের গ্রাফটা উপরের দিকে নিয়ে যেতে পারেননি বলে মনে করেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।


তিনি নিজেও বাংলাদেশকে ১৩টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। তাঁর অধিনায়কত্বে একটি ড্র এবং ১২টি টেস্টে হেরেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম লম্বা সময় অধিনায়কত্ব করে দলকে কিছুটা এগিয়ে নিতে থাকলেও তাঁর পর আর কেউই বাংলাদেশকে লম্বা সময় নেতৃত্ব দেয়ার সুযোগ পাননি। আশরাফুল মনে করেন কেউই অধিনায়ক হিসেবে দল গুছিয়ে নেয়ার তেমন সুযোগ পাননি।


এ প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জিকে তিনি বলেন, 'টেস্ট ক্রিকেটে আমরা সেভাবে এগোইনি। এখানে আমরা অনেকটাই পিছিয়ে। ওয়ানডেতে যেভাবে গত ৪-৫ বছরে উন্নতি হয়েছে। টেস্ট ক্রিকেটে সেভাবে হয়নি। উন্নতি করছিলাম, আবার পিছিয়ে যাচ্ছি। মুশফিক শেষ দিকে টিমটা খুব ভালো গোছাচ্ছিলো। টেস্টে আমরা কোনো অধিনায়কই দলকে উপরে উঠাতে পারিনি। মুশফিক ৬ বছর অধিনায়কত্ব করে একটা ব্যালেন্সে নিয়ে যাচ্ছিলো। কিন্তু এখন আবার পিছিয়ে যাচ্ছি।'



promotional_ad

বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন নাইমুর রহমান দুর্জয়। তিনি মাত্র ৭টি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন। এরপর খালেদ মাসুদ পাইলট (১২), খালেদ মাহমুদ সুজন (৯), হাবিবুল বাশার (১৮) এবং মোহাম্মদ আশরাফুল (১৩) নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে। এদের কেউই লম্বা সময় বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারেননি।


মাশরাফি বিন মুর্তজা একটি মাত্র টেস্টে নেতৃত্ব দিয়েই ছিটকে গিয়েছিলেন। সেই ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। তাই বাংলাদেশকে সাদা পোষাকে নেতৃত্ব দিয়ে শতভাগ জয় মাশরাফির। সাকিব আল হাসান ১৪টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে তিনি জয় পেয়েছিলেন ৩টি ম্যাচে। তাঁর জয় ২১.৪২ শতাংশ।


টেস্টে আর কোনো অধিনায়ক ভগ্নাংশের হিসেবে বাংলাদেশের হয়ে এরচেয়ে বেশি টেস্ট ম্যাচ জিততে পারেননি। তবে মুশফিকুর রহিম বাকিদের চেয়ে অনেকটাই আলাদা। তিনি ৬ বছরে ৩৪টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর অধিনায়কত্বে বাংলাদেশের জয় ৭টি ম্যাচে। ম্যাচের হিসেবে তিনি অন্য সব অধিনায়কের চেয়ে এগিয়ে।


মুশফিকের পর তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরা নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে। যদিও তাদের লম্বা সময়ের জন্য নেতৃত্ব ভার দেয়া হয়নি। গত বছর ঘটা করেই টেস্টের নেতৃত্ব তুলে দেয়া হয়েছে মুমিনুল হকের কাঁধে। তাঁর নেতৃত্বে ৪ টেস্টের একটিতে জিতেছে বাংলাদেশ।



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball