ভুবনেশ্বরের ক্যারিয়ারের মোড় পাল্টে দিয়েছিল শচিনের উইকেট

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
২০০৮-০৯ মৌসুমের রঞ্জি ট্রফিতে শচিন টেন্ডুলকারকে শুন্য রানে আউট করেছিলেন তখনকার ১৮ বছরের তরুণ পেসার ভুবনেশ্বর কুমার। এই উইকেটই ক্যারিয়ারের মোড় বদলে দেয় ভুবনেশ্বরের।
সেবারের রঞ্জি ফাইনালে মুম্বাইয়ের বিপক্ষে ৭৮ রান খরচায় পাঁচ উইকেট নেন উত্তর প্রদেশের হয়ে খেলতে নামা ভুবনেশ্বর। এর মধ্যে ভারতের ক্রিকেট ঈশ্বরের উইকেট নেয়াতে পাদপ্রদীপের আলোয় আসেন তিনি।

সম্প্রতি ক্রিকইনফোকে ভুবনেশ্বর বলেন, 'এটা আমার ক্যারিয়ারের মোড় বদলে দেয়। সেই মৌসুমে আমি ৩০-৩৫ উইকেট আগেই পেয়ে গিয়েছিলাম। কিন্তু আমার পারফরম্যান্স এবং উইকেট সংখ্যা তখনই নজরে আসে যখন আমি পা'জি (শচিন) কে আউট করি।
যখন আমি তাঁকে আউট করলাম তখন আমার পারফরম্যান্সের পরিসংখ্যান নিয়ে সবাই কথা বলতে শুরু করে। তখন আমি বুঝতে পারি যে আমি আগেও ভালো পারফর্ম করেছি।'
যদিও ফাইনালে হেরে যায় উত্তর প্রদেশ। পুরো আসরে ভুবনেশ্বর নেন ৩১টি উইকেট। এই পারফরম্যান্সের সুবাদে ২০০৯ সালের আইপিএল নিলামে তাঁকে দলে ভেড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এর তিন বছর পর পাকিস্তানের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয় তাঁর।
সময়ের অন্যতম সেরা এই পেসার আরও বলেন, 'তখনই মানুষ বলতে শুরু করে যে এই ছেলেটা আগেও ভালো পারফর্ম করেছে, আগামিতেও করতে পারে।
ওই উইকেটটি আমার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে, এটা আমি সব সময় স্বীকার করে এসেছি। উইকেটটি নেয়ার কারণে আমি মানুষের নজরে চলে আসি।'