promotional_ad

নির্ধারিত সময়েই এশিয়া কাপ, বিশ্বাস পিসিবির

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


এশিয়া কাপের আসর নির্ধারিত সময়েই মাঠে গড়াবে বলে বিশ্বাস পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। তাদের ধারণা এবারের এশিয়া কাপ শ্রীলঙ্কা অথবা আরব আমিরাতে হতে পারে।


সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন, সংস্থাটির প্রধান নির্বাহী ওয়াসিম খান। সূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ মাঠে গড়ানোর কথা। আয়োজক হিসেবে পাকিস্তানের নামই ছিল।



promotional_ad

যদিও ভারতের আপত্তির কারণে এশিয়া কাপ আয়োজন হাতছাড়া হয়েছে পাকিস্তানের। ভারত জানিয়েছে তারা নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে গিয়ে খেলতে পারবে না। এর পরই অন্য কোথাও এশিয়া কাপ আয়োজনের তোড়জোড় শুরু হয়।


এশিয়া কাপ প্রসঙ্গে ওয়াসিম বলেন, 'পাকিস্তান দল ২ সেপ্টেম্বর ইংল্যান্ড থেকে ফেরার পর আমরা সেপ্টেম্বরে কিংবা অক্টোবরে এশিয়া কাপ আয়োজন করতে পারি। সময় গড়িয়ে চলার সঙ্গে এখনও কিছু বিষয় ঠিক করতে হবে। শ্রীলঙ্কায় করোনায় আক্রান্তের সংখ্যা কম। ওরা না পারলে আরব আমিরাত প্রস্তুত।'


আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে। এই বিশ্ব আসর মাঠে না গড়ালে জিম্বাবুয়েকে ঘরের মাঠে ডাকতে চায় পাকিস্তান। এ ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষেও একটি সিরিজ খেলার পরিকল্পনা রয়েছে পাকিস্তানের।



পরবর্তী সিরিজগুলোর পরিকল্পনা জানিয়ে পিসিবির প্রধান নির্বাহী বলেছেন, 'ঘরের মাঠে জিম্বাবুয়েকে আতিথ্য দেওয়ার পর ডিসেম্বরে আমরা নিউজিল্যান্ডে যাব। জানুয়ারি-ফেব্রুয়ারিতে সফরে আসবে দক্ষিণ আফ্রিকা।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball