অনুশীলনে নামছেন ক্যারিবীয়রা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনার লম্বা বিরতির পর ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছে ক্রিকেট। সেই লক্ষ্যে চলতি মাসের শুরুতেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছিল ক্যারিবীয়ানরা। ইংল্যান্ডে পা রেখেই ১৪ দিনের কোয়ারেন্টিনে গিয়েছিল দলের সকলেই।
অবশেষে কোয়ারেন্টিন শেষ করে মাঠে নামছেন সিমন্সের শিষ্যরা। মঙ্গলবার (২৩ জুন) থেকে ম্যানচেস্টারে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা।

এদিনই ইংলিশ খেলোয়াড়রা আসবেন প্রথম টেস্টের ভেন্যু সাউথ্যাম্পটনে। সেখানে প্রত্যেক খেলোয়াড়কে করানো হবেকরোনা পরীক্ষা। ফলাফল না আসা পর্যন্ত হোটেলে কোয়ারেন্টিনে বাধ্যতামূলকভাবে থাকতে হবে ইংলিশ খেলোয়াড়দের।
এরপর বৃহস্পতিবার থেকে করোনা নেগেটিভ আসা ইংলিশ ক্রিকেটাররা শুরু করবেন অনুশীলন। দুই দলে ভাগ হয়ে শুরু হবে সেই অনুশীলন। একদল মাঠে নামবে সকালে, এরপর বিকালে নামবে পরবর্তী দল। জুলাইয়ের ১ তারিখে প্রস্তুতি ম্যাচের পর ঘোষণা করা হবে টেস্টের স্কোয়াড।
আগামী ৮ জুলাই মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বেঁধে দেয়া গাইডলাইন অনুযায়ী মানা হবে সকল স্বাস্থ্য বিধি। সেই সঙ্গে তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে দর্শকশূণ্য স্টেডিয়ামে।