জৈব সুরক্ষিত পরিবেশে আবদ্ধ থাকবে ইংল্যান্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মাঝেই ৮ জুলাই মাঠে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। আসন্ন সিরিজকে সামনে রেখে তাই কভিড ১৯ পরীক্ষা করা হবে ইংলিশ ক্রিকেটারদের। এরপর তারা জৈব সুরক্ষিত পরিবেশে থাকবেন।
পরবর্তী তিন সপ্তাহ সাউদাম্পটনের এজাস বাউল ক্রিকেট মাঠের সাথে সংযুক্ত একটি কমপ্লেক্সে হিলটন হোটেলের তৃতীয় তলায় থাকতে হবে ক্রিকেটারদের। হোটেলে যাওয়ার পূর্বে ৩০ ক্রিকেটার এবং ১৫জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করা হবে।

করোনার ফলাফল না আসা পর্যন্ত প্রত্যেককে ২৪ঘন্টা নিজের রুমে একা কাটাতে হবে। নেগেটিভ রেজাল্ট আসার পরই রুমের বাইরে যাওয়া যাবে। বৃহস্পতিবার থেকে ২ গ্রুপে ভাগ হয়ে অনুশীলন শুরু করবেন ইংলিশ ক্রিকেটাররা। এক গ্রুপের অনুশীলন সকালে, অন্যগ্রুপ করবে বিকেলে।
২২ বছর বয়সী ক্রিকেটার ওলি পোপ জানিয়েছেন, তিনি সব ধরণের প্রস্তুতি নিয়েই এসেছেন। পোপ বলেন, 'একজন ক্রিকেটার পরিবার থেকে অনেক সময়ের জন্য দূরে থাকে, কিন্তু তখনও সে পরিবারের সঙ্গে সাক্ষাতে যেতে পারে। এই সময়ের পরিস্থিতি ভিন্ন, একটু অদ্ভুতই বলা চলে। রুমের মধ্যে আবদ্ধ থাকতে হবে।'
'সতীর্থদের সঙ্গে খাবার খেতে গেলেও দূরত্ব বজায় রাখতে হবে, কফি খেতেও রাস্তার ওপর পাশে বা বাইরে যাওয়া যাবে না। আমরা কেউই নিশ্চিত না কবে হোটেলের বাইরে যেতে পারব। তাই লম্বা প্রস্তুতি নিয়েই এসেছি। আরও যোগ করেন তিনি।
ইংল্যান্ড পৌঁছে এই মুহূর্তে কোয়ারেনটাইনে আছে ওয়েস্ট ইন্ডিজ। যা শেষ হওয়ার কথা মঙ্গলবার। আসন্ন টেস্ট সিরিজে ৩টি টেস্ট হবে ২০ দিনের মধ্যে। সিরিজ চলাকালীন মাঠে দর্শক প্রবেশ করতে পারবে না।