স্বপরিবারে করোনা আক্রান্ত হলেন নাজমুল অপু

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
করোনা একের পর এক আঘাত হানছে বাংলাদেশের ক্রিকেটে। মাশরাফি বিন মুর্তজা, নাফিস ইকবালের পর সংক্রামক ছোঁয়াচে এই ভাইরাসের দ্বারা এবার স্বপরিবারে আক্রান্ত হলেন জাতীয় দলের ক্রিকেটার নাজমুল ইসলাম অপু।
শনিবার (২০ জুন) ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেন নাজমুল অপু। তিনি জানান, দুই দিন আগে তাঁর বাবা করোনায় আক্রান্ত হন। এরপর তিনি এবং তাঁর মা করোনা পরীক্ষা করালে শনিবার তাদের ফলাফলে পজিটিভ আসে। তিনি এবং তাঁর মা বর্তমানে সুস্থ্য থাকলেও তাঁর বাবার শারীরিক অবস্থা বেশি খারাপ। বর্তমানে বাসাতেই আইসোলেশনে রয়েছেন তাঁরা।

নাজমুল অপু বলেন, 'মানুষের অনুরোধে পুনরায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছিলাম। পরে বাসায় আসার পর থেকে আমার বাবার শরীর খারাপ হয় খুব বেশি। তারপর বাবার করোনা পরীক্ষা করালে পজিটিভ আসে। বাবার পজিটিভ আসার পরে আমি এবং আমার মায়ের নমুনা পাঠাই। পরে আজ আমাদের দুজনেরও পজিটিভ এসেছে।'
'আমরা এখন বাসাতেই আইসোলেশনে আছি। আমি এবং মা সুস্থ থাকলেও বাবার শরীরটা একটু বেশি খারাপ। সবাই দোয়া করবেন আমাদের জন্য।'
একইদিন করোনা পজিটিভ হন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। একই সঙ্গে করোনা আক্রান্ত হন জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান এবং বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল। আক্রান্ত হলেই সুস্থ্য রয়েছেন দুইজনই।
এর আগে সাবেক ক্রিকেটার ও বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের কোচ আশিকুর রহমান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৗধুরী নাদেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। দুইজনই বর্তমানে সুস্থ্য রয়েছেন।
এখন পর্যন্ত (২০ জুন) বাংলাদেশে সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৮ হাজার ৭৭৫ জন। এর ভেতর সুস্থ্য হয়েছেন সর্বমোট ৪৩ হাজার ৯৯৩ জন। এবং মৃত্যবরণ করেছেন ১ হাজার ৪২৫ জন।