promotional_ad

রামচাঁদ গোয়ালার মৃত্যুতে সাকিবের শোক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শুক্রবার ৭৯ বছর বয়সে না ফেরার দেশে চলে গিয়েছেন ঢাকাই ক্রিকেটের বড় তারকা এবং কিংবদন্তিতুল্য জাতীয় ক্রিকেটার রামচাঁদ গোয়ালা। ময়মনসিংহ শহরে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


তাঁর মৃত্যুর পরই শোকের ছায়া নেমে আসে দেশের ক্রিকেটাঙ্গন জুড়ে। সর্বস্তরের ক্রিকেটাররা শোক প্রকাশ করেছেন সাবেক এই ক্রিকেটারের মৃত্যুতে।


promotional_ad

অন্যান্যদের মতো শোক প্রকাশ করেছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে কিংবদন্তিতুল্য এই ক্রিকেটারের প্রতি শোক জানান সাকিব। সেই সঙ্গে গভীর সমবেদনা প্রকাশ করেন শোকাহত পরিবারের প্রতি।


সাকিব লিখেন, 'বাংলাদেশ ক্রিকেটের সূচনালগ্নের এক অন্যতম পথিকৃৎ, রামচাঁদ গোয়ালা গতকাল আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। বাংলাদেশ ক্রিকেটের কঠিন সময়ের একজন যোদ্ধা হিসেবে তিনি আজীবন আমাদের মাঝে বেঁচে থাকবেন একজন কিংবদন্তি হয়ে। তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি রইলো আমার গভীর সমবেদনা।'


১৯৪১ সালের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহে জন্ম নেয়া রামচাঁদ আবাহনীর আগে খেলেছেন ঢাকার টাউন ক্লাবের হয়ে। এরপর আবাহনীতে যোগ দিয়ে টানা ১৫ বছর খেলেন রামচাঁদ। পাশাপাশি জাতীয় দলের হয়েও খেলেছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball