পিসিবির কাছ থেকে বিশেষ ছুটি পেলেন শোয়েব মালিক
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী ২৮ জুন ইংল্যান্ড সফরের জন্য দেশ ছাড়ছে পাকিস্তান ক্রিকেট দল। স্বাস্থ্য নিরাপত্তার দিক বিবেচনা করে সিরিজ শুরুর প্রায় দেড় মাস আগে ইংল্যান্ডে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। সফরকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেয়া গাইডলাইনের পাশাপাশি খেলোয়াড়দের জন্য অতিরিক্ত কিছু বিধিনিষেধ আরোপ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যার ফলশ্রুতিতে এবার সফরে পরিবার থেকে আলাদা থাকতে হবে ক্রিকেটারদের।
লকডাউনের কারণে বেশিরভাগ ক্রিকেটারই সময় কাটিয়েছেন তাদের পরিবারের সঙ্গে। তবে এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন শোয়েব মালিক। কেননা লকডাউনের কারণে তিনি রয়েছেন পাকিস্তানে এবং তাঁর স্ত্রী সামিয়া মির্জা আটকা পড়েছেন ভারতে। পিসিবির সূত্রমতে গত পাঁচ মাস ধরে স্ত্রী সানিয়া মির্জা ও একমাত্র ছেলের সঙ্গে দেখা হচ্ছে না মালিকের।

তাই মানবিক কারণে স্ত্রি-সন্তানের সঙ্গে দেখা করার জন্য দলের তারকা অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক শোয়েব মালিককে চার সপ্তাহের বিশেষ ছুটি দিয়েছে পিসিবি। আগামী ২৮ জুন পুরো ৪২ জনের বহর ইংল্যান্ড সফরে রওনা হলেও, মালিক সেখানে যোগ দেবেন ২৪ জুলাই।
পিসিবির তাদের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, যেহেতু শোয়েবের স্ত্রী-সন্তান করোনাভাইরাসের লকডাউনের কারণে আটকা পড়েছেন ভারতে। তাই পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ দিতেই মূলত বিশেষ ছাড় দেয়া হলো মালিককে।
পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বোর্ডের দেয়া বিজ্ঞপ্তিতে বলেন, ‘আমাদের মতো শোয়েব মালিক তার পরিবারের সঙ্গে থাকতে পারেনি। প্রথমত দলের প্রতি দায়বদ্ধতা এবং আন্তর্জাতিক ফ্লাইটের নিষেধাজ্ঞার কারণে প্রায় পাঁচ মাস ধরে পরিবার থেকে দূরে সে। এখন যেহেতু ফ্লাইটের নিষেধাজ্ঞা উঠতে শুরু করেছে। তাই আমরা মালিকের অবস্থা বিবেচনা করে তার অনুরোধ রেখেছি এবং ছুটির ব্যবস্থা করেছি।’
শোয়েব মালিক গেল মার্চে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমির হয়ে খেলছিলেন। টুর্নামেন্ট শেষ করেই ভারতে অবস্থানরত তাঁর স্ত্রী এবং সন্তানের কাছে যাবার কথা ছিল তাঁর। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে ফাইনালের আগেই স্থগিত করে দেয়া হয় পিএসএল। অপরদিকে ভারতের পূর্ণাঙ্গ লকডাউনের কারণে বন্ধ হয়ে যায় সকল ফ্লাইট।
তবে ছুটি পেলেও ঠিক কবে পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন মালিক, তা এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, ভারতে না বরং দুবাইয়ে স্ত্রী-সন্তানের সঙ্গে দেখা করবেন পাকিস্তানের তারকা এই ব্যাটসম্যান।