টেস্ট খেলা নিয়ে নিজের অবস্থান জানালেন মুস্তাফিজ

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
'মুস্তাফিজুর রহমান টেস্ট খেলতে চান না'- এমন একটি কথা প্রচলিত দেশের ক্রিকেট পাড়ায়। এমনকি লাল বলের কেন্দ্রীয় চুক্তিতেও নাম নেই মুস্তাফিজের। সম্প্রতি নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুস্তাফিজ। দেশের হয়ে তিন সংস্করণেই খেলতে চান তিনি।
মুস্তাফিজ বলেন, 'আমি সব ফরম্যাটে খেলতে চাই। আমি জানি না এমন কেন হলো। দেখেন, খেলার পাশাপাশি শরীরকে বিশ্রামও দিতে হয়। মাঝেমধ্যে বড় বড় সফর থাকে আমাদের, যেখানে আমার ছোটো ছোটো ইনজুরির কথা চিন্তা করে ম্যানেজমেন্ট আমাকে বিশ্রাম দেয়। এসব সাংবাদিকরা জানে না, কিন্তু ভিন্ন কথা সামনে চলে আসে।
কিন্তু আমি টেস্ট খেলতে চাই না বিষয়টা কখনোই এমন না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, কোনও বোলার যদি শুধু ওয়ানডে বা টি-টোয়েন্টিতে ভালো খেলে তাহলেই সে সেরা বোলার না। তাকে তিন সংস্করণেই দারুণ হতে হয়।'

২০১৫ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে উঠে আসেন মুস্তাফিজ। অভিষেকে স্মরণীয় পারফরম্যান্সের পর জাতীয় দলের নিয়মিত তারকা হতে সময় নেননি তিনি।
যদিও ইনজুরির কারণে বেশ কয়েকবার বাদ পড়তে হয়েছে তাঁকে। শেষবার মুস্তাফিজ টেস্ট খেলেন ২০১৯ সালে, নিউজিল্যান্ডের মাটিতে। দলে ফিরে পারফর্ম করতে মুখিয়ে আছেন তিনি।
মুস্তাফিজ আরও বলেন, 'ওয়ানডে বা টি-টোয়েন্টিতে খেলতে আমার ভালো লাগে, এর মানে এই নয় যে আমি টেস্ট ক্রিকেট খেলতে চাই না। টেস্টে বোলারদের ভালো করার যথেষ্ট সুযোগ থাকে। এক স্পেল খারাপ হলেও অন্য স্পেলে ভালো বোলিং করার সুযোগ থাকে।
ধরেন এক স্পেলে আপনি পাঁচ ওভারে পঞ্চাশ রান দিলেন। আরেক স্পেলে এসে আপনি পাঁচ ওভারে পাঁচ রান দিলেই, সাথে তিনটা উইকেটও নিলেন! সাদা বলের ক্রিকেটে আপনার ওই সুযোগ থাকবে না। নয় ওভার ভালো বোলিং করে এক ওভার খারাপ করলেই সেটা দলের ওপর বাজে প্রভাব ফেলবে।'
সুত্র: ক্রিকবাজ