promotional_ad

বিকেএসপির শিক্ষার্থীদের দূরদৃষ্টি বাড়ুক, চাওয়া মুশফিকের

ফাইল ফটো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের প্রকোপে দেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান এই সময়ে সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ থাকলেও অনলাইনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। প্রতিষ্ঠানটির দুই কৃতি শিক্ষার্থী সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। কীভাবে বিকেএসপির মান আরও ভালো করা যায় সেই ব্যাপারে সাকিব ও মুশফিকের সঙ্গে অনলাইন সভায় আলোচনা করে বিকেএসপির কোচ ও নীতিনির্ধারকরা। উক্ত সভায় ক্রিকেটারদের দূরদৃষ্টি বাড়ানো নিয়ে বিকেএসপির কোচদের কাজ করতে বলেছেন মুশফিক।


বিকেএসপির কোচদের মধ্যে বৃহস্পতিবার রাতের এই সভায় উপস্থিত ছিলেন সাকিব-মুশফিকদের গুরু নাজমুল আবেদীন ফাহিম, আসাদুল তুলতুল ও ইমরুল হাসানসহ অনেকেই।


promotional_ad

সাকিব-মুশফিকদের প্রিয় 'ফাহিম স্যার' ফেসবুকে কয়েকটি ক্ষুদে ভিডিও আপলোড করেছেন, যাতে দেখা যায় সাকিব ও মুশফিকের দেয়া পরামর্শের অংশবিশেষ।


সকলের উদ্দেশে মুশফিক বলেন, 'এটা আমাদের ভিশন (দূরদৃষ্টি) থাকা উচিত, যে একটা ক্রিকেটার টপ লেভেলে যেন দেশকে ১০-১৫ বছর সার্ভিস দিতে পারে। আমি যখন ভর্তি হয়েছি, তখন স্যারদের একটা লক্ষ্য ছিল যে, আমার ব্যাচ থেকে কয়টা ছাত্র আমি জাতীয় দলে দিতে পারব। প্রতিযোগিতায় অংশ নেয়ার চাইতে, কেউ যদি সেখানে গিয়ে দাপট দেখিয়ে খেলতে পারে, সেটা তাঁর জন্য গুরুত্বপূর্ণ।


জাতীয় দলে ঢোকার পর আমার ৩-৪ বছর লেগেছে মানিয়ে নিতে। সাকিব আবার সেই প্রথম থেকেই ভালো খেলছে। এটা এক এক খেলোয়াড়ের এক এক রকম। আমার ভিশনটা যদি ওরকম থাকতো তাহলে মানিয়ে নেয়ার চেষ্টা আরও আগে থেকে থাকতো।'


জানা গেছে, বিকেএসপি'র ক্রিকেট বিভাগের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় তিনশ শিক্ষার্থীকে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে আছেন ২০ জন করে শিক্ষার্থী এবং একজন করে কোচ।


কোচরা ছাত্রদের নানান নির্দেশনা দিচ্ছেন। জুম মিটিংয়ের মাধ্যমে তারা ক্লাস চালিয়ে যাচ্ছেন। ছাত্ররা তাদের রেকর্ড ভিডিও করে কোচদের পাঠাচ্ছে।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball