'পাতানো' ফাইনাল নিয়ে ফের বোমা ফাটালেন অতুলগামাগে
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১১ বিশ্বকাপের ফাইনাল নিয়ে একের পর এক বোমা ফাটাচ্ছেন সাবেক লঙ্কান ক্রীড়ামন্ত্রী মাহিনদানান্দা অতুলগামাগে। সম্প্রতি তিনি দাবী করেছেন শ্রীলংকা ইচ্ছে করেই ভারতের কাছে ফাইনাল হেরেছিল বিশ্বকাপের সেই আসরে। এবার সরাসরি তিনি প্রশ্ন তুললেন বোর্ডের কর্তাদের বিরুদ্ধে।
ইতোমধ্যেই এই বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে অভিযোগ করেছেন অতুলগামাগে। দলের কোনো ক্রিকেটার এর সঙ্গে জড়িত না থাকলেও বোর্ডের সে সময়কার কয়েকজন কর্তার প্রতি অভিযোগের তীর ছুড়ে দেন সাবেক এই মন্ত্রী। জানতে চান কিভাবে ফাইনালে সেই হারের পর কিছু ক্রিকেট কর্মকর্তা এক বছরের ভেতর গাড়ির কোম্পানি কিনে নিয়ে ব্যবসায় শুরু করে দিয়েছিলেন।

সম্প্রতি ডেইলি মিররকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই প্রশ্ন ছুড়ে দেন।
অতুলগামাগে বলেন, 'কিছু নির্দিষ্ট ক্রিকেট কর্মকর্তা কীভাবে অভিযোগ করা হয়েছে তা খুঁজে বের করার জন্য তদন্ত করার দাবি করেছেন। আমি তাদের কাছে জানতে চাই তাঁরা কিভাবে ম্যাচটি হেরে যাবার এক বছরের মধ্যে গাড়ি সংস্থা কিনে নতুন ব্যবসা শুরু করে দিলেন।'
সাবেক এই মন্ত্রী দাবী করেন, ভারতের বিপক্ষে ম্যাচের আগে দলে প্রশ্নবিদ্ধ কিছু পরিবর্তন আনা হয়েছিল। যেগুলো কিনা একদমই দরকার ছিল না।
এ প্রসঙ্গে অতুলগামাগে বলেন, 'যে দলটি ফাইনাল ম্যাচ খেলেছে, সে দলটি আমরা নির্বাচন করেছিলাম, চূড়ান্ত করেছিলাম। কিন্তু শেষ মুহুর্তে কারো কোন পরামর্শ ছাড়াই চারজন নতুন খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আমার প্রশ্ন হল কীভাবে চারজন খেলোয়াড় যথাযথ অনুমোদন এবং পরামর্শ ছাড়াই প্রতিস্থাপন সম্ভব? দলের বাকি সদস্যদের তুলনায় নতুন খেলোয়াড় অনভিজ্ঞ ছিলেন।'
অতুলগামাগে এ সময় মাহেলা জয়াবর্ধন এবং কুমার সাঙ্গাকারাকে উদ্দেশ্য করে বলেন, মহেলা বলেছে যে সার্কাস শুরু হয়েছে। আমি বুঝতে পারছি না যে সাঙ্গা এবং মাহেলা কেন এ সম্পর্কে এত বাড়াবাড়ি করছে? আমি আমাদের কোনও খেলোয়াড়ের কথা উল্লেখ করছি না। প্রত্যেকে আধা ঘন্টার সাক্ষাত্কারের মাত্র দুই মিনিটের কথা বলছি যা আমি একটি টিভি চ্যানেলকে দিয়েছি। এমনকি অর্জুনা রানাতুঙ্গা এর আগেও ম্যাচ ফিক্সিংয়ের বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন।'