promotional_ad

বিশ্বকাপের ফাইনাল 'পাতানোর' অভিযোগের তদন্ত করবে শ্রীলংকা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে পাতানো ম্যাচ খেলে ভারতের কাছে শিরোপা 'বিক্রি' করেছিল শ্রীলংকা। সম্প্রতি সাবেক লঙ্কান ক্রীড়ামন্ত্রী মাহিনদানান্দা অতুলগামাগে শ্রীলংকার গণমাধ্যমে এমনটাই দাবী করে বসেন। তাঁর এই মন্তব্যের পর দোলচাল পড়ে যায় সমগ্র ক্রিকেট পাড়ায়।


এই নিয়ে দ্বিতীয় বার একই অভিযোগ উঠলো সেই ফাইনাল নিয়ে। কিন্তু বরাবরের মতো এবারো অভিযোগটি রীতিমত উড়িয়ে দিলেন সাবেক দুই লঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা। তবে বিষয়টিকে এবারে আর হালকাভাবে নিচ্ছে না শ্রীলংকান ক্রীড়া মন্ত্রণালয়। ঘটনার সত্যতা উদঘাটনে তদন্ত শুরু করতে যাচ্ছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়।


promotional_ad

ক্রীড়ামন্ত্রী দুলাস আলাহাপ্পেরুমা ফাইনালের সেই ঘটনার তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। শুক্রবার (১৯ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতি দুই সপ্তাহ পর তদন্তের অগ্রগতি সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।


কিছুদিন আগে সিরাসা টিভি চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিনদানান্দা অতুলগামাগে বলেন, ‘আজ আমি বলতে পারছি সেদিন আমরা বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে বিক্রি করে দিয়েছিলাম। আমি নিজেও তখন ক্রীড়া মন্ত্রী ছিলাম, সেই আমিও বিশ্বাস করি সেই বিশ্বকাপ ফাইনাল বিক্রি হয়েছিল।’


এর আগে ২০১৭ সালে একই অভিযোগ তুলেছিলেন সাবেক লঙ্কান ক্রিকেটার অর্জুনা রানাতুঙ্গাও। কিন্তু সেবার তাঁর অভিযোগটি কেউই আমলে নেয় নি। কিন্তু এবারে সাবেক লঙ্কান ক্রীড়ামন্ত্রী অভিযোগ তোলায় টনক নড়েছে সবার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball