promotional_ad

ইউনিসকে ঢাল হিসেবে ব্যবহার করছেন মিসবাহ!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের তাণ্ডবের মধ্যেই আগামী জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। আসন্ন এই সিরিজে ব্যাটসম্যানদের সেরা পারফরম্যান্স বের করে আনতে ব্যাটিং পরামর্শক হিসেবে ইউনিস খানকে নিয়োগ দিয়েছে দেশটি।


ইংল্যান্ডে ব্যাটসম্যানরা বাজে খেললে এর পুরো দায় দেয়া হতে পারে ইউনিসের কাঁধে। এমনটাই মনে করেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান রশিদ লতিফ। তাঁর বিশ্বাস ইউনিসকে ঢাল হিসেবে ব্যবহার করছেন মিসবাহ উল হক।



promotional_ad

সম্প্রতি ইউটিউবে এক আড্ডায় রশিদ বলেন, ‘আমি ক্রিকেটের নোংরা রাজনীতি নিয়ে একটা কথা বলি। ইংল্যান্ডে ইউনিস খানকে নেওয়া হচ্ছে মিসবাহ-উল-হকের ঢাল হিসেবে। যদি ব্যাটিং ব্যর্থতায় দল হেরে যায়; তাহলে সব দোষ এসে পড়বে ইউনিসের কাঁধে। মিসবাহ সম্পূর্ণ বেঁচে যাবে।’


আসন্ন ইংল্যান্ড সফরে তিনটি করে টেস্ট এবং টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। আসন্ন এই সিরিজের জন্য ইতোমধ্যে ২৯ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।


২০১৭ সালে একই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মিসবাহ ও ইউনিস। খেলা ছাড়ার পরই কোচ হিসেবে নিজের হাত পাকিয়েছেন মিসবাহ। ঘটনাচক্রে তিনি এখন পাকিস্তান প্রধান কোচ এবং প্রধান নির্বাচক।



ইউনিস কোচ হিসেবে এই প্রথমবার কাজ করবেন পিসিবির সঙ্গে। এর আগে বেশ কয়েকবার পিসিবির একাডেমীর দায়িত্ব নেয়ার কথা ছিল তার। যদিও দেশটির টেস্ট ইতিহাসের সফলতম ব্যাটসম্যানকে এবারই প্রথম কাজে লাগাচ্ছে পাকিস্তানের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball