৬৪ জেলায় কমিটি করবে কোয়াব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
একটি কথা প্রায়শই শোনা যায়। বাংলাদেশের তৃণমূল পর্যায়ের ক্রিকেট খুব একটা শক্ত অবস্থানে নেই। বেশ নড়বড়ে। তৃণমূল পর্যায়ের ক্রিকেটকে শক্তিশালী করতে এবারে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। দেশের ৬৪ জেলায় কমিটি গঠন করতে যাচ্ছে সংগঠনটি। যাতে করে তাঁরা তৃণমূলের ক্রিকেটে নজর দিতে পারে।
রবিবার (১৪ জুন) কোয়াবের সদস্য সচিব দেবব্রত পাল ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান সংশ্লিষ্ট জেলাগুলির ক্রিকেট ক্রিয়াকলাপ সম্পর্কে ভালভাবে সচেতন এবং সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে কমিটি গঠনের পরিকল্পনা গ্রহণ করেছে।

দেবব্রত পাল এ প্রসঙ্গে বলেন, 'আমরা ৬৪ টি জেলায় একটি কমিটি করব। এটি প্রথমে জেলায় এবং পরে বিভাগগুলিতে সম্প্রসারণ করব এবং ইতোমধ্যে আমরা খুলনা, যশোর, কক্সবাজার, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর এবং কিশোরগঞ্জে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছি।
'আমরা সভাপতি, সচিব, সহ-সভাপতি, যুগ্মসচিবসহ ১৭ জনের কমিটির বিষয়ে প্রস্তাবনা দিয়েছি। আমাদের সভাপতি, সচিব এবং কার্যনির্বাহী পরিষদ ১৭ থেকে ১৯ জন সদস্য থাকার কথা বলেছে।'
তিনি আরও জানান প্রতিটি জেলার ক্রিকেটের সকল সমস্যাবলী এই কমিটি সমাধানের চেষ্টা করবে। এলাকার মানুষজন মিলে তা সম্ভব না হলে সরাসরি কোয়াবের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাবে বলে জানান দেবব্রত।
তিনিউ বলেন, 'জেলা ক্রিকেটারদের জন্য একটি ফোরাম থাকবে যেখানে তারা তাদের সমস্যাগুলি বলবে। জেলার মানুষ যদি সমস্যার সমাধান করতে না পারে বা তাদের যদি কোনও সহায়তার প্রয়োজন হয় তবে তারা আমাদের সাথে যোগাযোগ করবে।'
তিনি আরও বলেন, 'এমন অনেক জেলা রয়েছে যেখানে ১০ বছর ধরে কোনও লিগ নেই। ক্রিকেটারদের স্বার্থ রক্ষার জন্য প্রথম কাজটি হচ্ছে মাঠে খেলা ফিরিয়ে আনা। মাঠে খেলা না থাকলে ক্রিকেটারদের কী কাজ।'