গলির ক্রিকেটও দর্শক ছাড়া উপভোগ্য না: জাজাই
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনার প্রকোপে লম্বা সময় ধরে ক্রিকেট বন্ধ থাকার পর অবশেষে ধীরে ধীরে মাঠে ফিরতে শুরু করেছেন ক্রিকেটাররা। সব কিছু ঠিক থাকলে জুলাইয়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ফের শুরু হবে ২২ গজে ব্যাটে বলের লড়াই।
তবে খেলোয়াড়দের অনুশীলন, ম্যাচ সবকিছুই অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বেঁধে দেয়া গাইডলাইন অনুসরণ করে। যার ভেতর রয়েছে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, দর্শকশূণ্য স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত করা এবং আরও অনেক কিছু।

আইসিসির গাইডলাইন অনুসরণ করে ফাঁকা গ্যালারীতে ম্যাচ আয়োজন করলে সেই ম্যাচ উপভোগ্য হবার বিষয়ে সন্দেহ পোষণ করেছেন আফগান ওপেনার হযরতউল্লাহ জাজাই। সম্প্রতি ক্রিকেট ওয়াল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেন এই ক্রিকেটার।
জাজাই বলেন 'প্রত্যেক খেলারই আলাদা দর্শক থাকে। দর্শক ছাড়া ক্রিকেটকে ক্রিকেটই মনে হবে না। আমরা যখন গলির ক্রিকেট খেলেছি। দর্শক না থাকলে সেটা উপভোগ্যই মনে হয়নি। সেজন্যই দর্শক ছাড়া আসল ক্রিকেটের মজা পাওয়া যাবে না।'
করোনার প্রকোপ কাটিয়ে গেল রবিবার (৭ জুন) থেকে অনুশীলনে নেমেছে আফগানিস্তানের ক্রিকেটাররা। আইসিসির বেঁধে দেয়া দিক নির্দেশনা মেনেই চলছে তাদের অনুশীলন।