অনুশীলনে ফিরেছেন রশিদ-নবিরা

ছবি: ছবিঃ এসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
করোনার প্রভাবে লম্বা সময় ধরে থমকে রয়েছে বিশ্বের ক্রিকেটাঙ্গন। দীর্ঘদিনের বিরতির পর সম্প্রতি ধীরে ধীরে মাঠে ফিরতে শুরু করেছেন ক্রিকেটাররা। ইতোমধ্যেই অনুশীলনে ফিরেছেন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, লঙ্কান ক্রিকেটাররা। অনুশীলন শুরু করতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররাও। এমন পরিস্থিতিতে অন্যদের দেখাদেখি অনুশীলনে ফিরেছেন আফগান ক্রিকেটাররাও।
রবিবার (৭ জুন) স্বাস্থ্যবিধি মেনে অনুশীলন শুরু করেছেন তাঁরা। ২২ সদস্যের একটি দল বিভিন্ন ধাপে ভাগ হয়ে কাবুলে অনুশীলন শুরু করেছে। আফগানিস্তানের ক্রিকেট বোর্ড এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

গেল শনিবার (৬ জুন) খেলোয়াড়দের মাঝে সচেতনতা বাড়াতে স্বাস্থ্যবিধি নিয়ে কাজ করেছে বোর্ড। সেখানে অনুশীলন ক্যাম্পে কীভাবে স্বাস্থ্যবিধি মানা হবে সে বিষয়ে গাইডলাইন নিয়ে আলোচনা করা হয়েছে। প্রাথমিকভাবে প্রশিক্ষণ ক্যাম্পটিতে শুধুমাত্র ব্যাটিং আর বোলিং অনুশীলন শুরু করা হয়েছে। একই সঙ্গে সার্বিক পারফরম্যান্সের দিকেও নজর দেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।
প্রথমদিনের অনুশীলনে উপস্থিত ছিলেন আসগর আফগান, রশিদ খান, মোহাম্মদ নবি, মোহাম্মদ শাহজাদ, রাহমানুল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, কারিম জানাত, নাজিবুল্লাহ যাদরান, গুলবাদীন নাঈব, নাভীন উল হক, শাপুর যাদরান, কাইস আহমেদ, মুজিব-উর রহমান, আজমতউল্লাহ ওমরযাই, সামিউল্লাহ শিনওয়ারি, উসমান গনি, মোহাম্মদ শেহজাদ, সৈয়দ শিরযাদ, দারদেশ রাসুলী, জাহির খান পাক্তিন, ফরিদ মালিক, হামজা হুতাক এবং শারাফুদ্দিন আশরাফ।
বিবৃতিতে আরও বলা হয়েছে পুরোটা সময়ই ক্যাম্পটি হবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে। আর এর সমন্বয়ে থাকছে আইসিসি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। দেশটির স্বাস্থ্য মন্ত্রণলায়ও ক্যাম্পটিতে নজরদারি করছে। অনুশীলনে প্রতিটি খেলোয়াড়ই মাস্ক পড়েই অনুশীলন করছেন।
আসন্ন জিম্বাবুয়ে সিরিজ এবং এশিয়া কাপকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্যই মূলত অনুশীলনে নেমেছে আফগান ক্রিকেটাররা। যদিও করোনা পরিস্থিতিতে এসব এখনও অনিশ্চিত। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্টও খেলার কথা রয়েছে আফগানিস্তানের। ২১ নভেম্বর মাঠে গড়ানোর কথা ম্যাচটি।