রাবাদার চাই শোয়েবের গতি, অ্যান্ডারসনের সুইং

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সুযোগ থাকলে বিশ্বের চারজন ফাস্ট বোলারের কাছ থেকে তাদের গুণগুলো আয়ত্তে আনতে চাইতেন কাগিসো রাবাদা। শোয়েব আখতারের গতি, গ্লেন ম্যাকগ্রার বাউন্স ও লাইন-লেংথ, ডেল স্টেইনের আক্রমণাত্মক মনোভাব এবং জেমস অ্যান্ডারসনের সুইং মিলিয়ে নিজেকে তৈরি করতেন প্রোটিয়া এই পেসার।
আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের আয়োজনে ইনস্টাগ্রাম লাইভে শুক্রবার এ কথা জানান রাবাদা। লাইভে এক ভক্তের প্রশ্ন ছিল, অন্য ফাস্ট বোলারদের কাছ থেকে কোন গুণগুলো তিনি পেতে চাইতেন।

উত্তরে রাবাদা বলেন, 'আমাকে যদি সবসময়ের সেরা ফাস্ট বোলারদের সমন্বয়ে বোলার হতে বলা হয়, তাহলে শোয়েব আখতারের গতি, গ্লেন ম্যাকগ্রার বাউন্স ও লাইন-লেংথ, ডেল স্টেইনের আক্রমণাত্মক স্বভাব এবং জেমস অ্যান্ডারসনের সুইং নিতাম। এমন বোলার হতে পারলে ভালো লাগত।'
লাইভে চার জন গ্রেট ব্যাটসম্যানের নামও উল্লেখ করেছেন রাবাদা। সুযোগ থাকলে যাদের বিপক্ষে তিনি বোলিং করতে চাইতেন এই পেসার। এর মধ্যে শচীন টেনডুলকার-ভিভ রিচার্ডসদেরকে বেঁছে নিয়েছেন তিনি।
রাবাদা আরও বলেন, 'আমার মনে হয়, কেভিন পিটারসেন, শচিন টেন্ডুলকার, ভিভিয়ান রিচার্ডস ও রিকি পন্টিংকে বোলিং করতে পারলে ভালো লাগত।'
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ রয়েছে ক্রিকেট। এই বিরতিকে নিজের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন রাবাদা। টানা পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর এই বিশ্রাম পেয়ে ভালোই লাগছে ২৫ বছর বয়সী এই পেসারের।
রাবাদা বলেন, ' এখনও বল করার সুযোগ পাইনি। তবে দক্ষিণ আফ্রিকায় পেশাদার অ্যাথলেটরা এখন জিমে যাওয়ার সুযোগ পাচ্ছে। আমি নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করছি। টানা পাঁচ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর এমন বিশ্রাম পেয়ে অবশ্য ভালো লাগছে।'