মুশফিকদের পথে হা??টতে চান না মুমিনুল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মাঝে মিরপুরের হোম অফ ক্রিকেটে একক অনুশীলন করতে চেয়েছিলেন মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তৃক আবেদনও করেছিলেন তিনি। তবে শুরুতে এই আবেদন ফিরিয়ে দেয় বোর্ড। মুশফিক ছাড়া আরও অনেকেই বিসিবির দুয়ারে কড়া নেড়েছেন একক অনুশীলন সম্ভব কিনা এই ব্যাপারে জানতে। কিন্তু শুরুতে কাউকেই ইতিবাচক উত্তর দেয়নি বোর্ড।
ক্রিকেটাররা অনুশীলন নিয়ে আগ্রহ দেখানোর পর নড়েচড়ে বসে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কর্তারা। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছিলেন, ঢাকা, সিলেট, রাজশাহী ও কক্সবাজারে আমরা অনুশীলন শুরু করার ব্যবস্থা করছে বোর্ড। কেউ চাইলে পাঁচ-সাতদিন পর ব্যক্তিগত উদ্যোগে এসব জায়গায় অনুশীলন করতে পারবে।

তবে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক এখনই অনুশীলনে ফিরতে চান না। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করছেন তিনি। এই মুহূর্তে পরিবার সহ কক্সবাজারে অবস্থান করছেন মুমিনুল। সমুদ্র পারের স্টেডিয়ামটিতে একক অনুশীলনের সুযোগ থাকলেও টেস্ট দলপতি এই মুহূর্তে তা ভাবছেন না।
সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে এখন লকডাউন চলছে। কক্সবাজারও এই লকডাউনের মধ্যে আওতাভুক্ত। এ প্রসঙ্গে ইংরেজি দৈনিক নিউ এইজকে টেস্ট অধিনায়ক বলেন, 'কক্সবাজারে এখন লকডাউন চলছে, এ সময় অনুশীলনের কথা কিভাবে চিন্তা করি!'
গণমাধ্যমে গুজন জুলাই মাসে শ্রীলংকা সফরে যাচ্ছে বাংলাদেশ। লঙ্কাদ্বীপে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। মুমিনুল জানিয়েছেন, এই বিষয়ে বোর্ড এখনও কিছু জানায়নি। তিনি বলেন, 'আমি এই ব্যাপারে এখনও কিছু জানি না, বোর্ড কিছু জানায়নি এখনও।'
এই মুহূর্তে ক্রিকেটারদের অনুশীলনে ফিরতে চাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন না বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলও। তিনি বলেছেন, 'জিমনেশিয়াম এমন একটি জায়গা যেখান থেকে এই রোগটি আরো বেশি ছড়াতে পারে। ব্যাটসম্যান হয়তো সরাসরি বল ধরবে না, কিন্তু বোলাররা বল ধরে থাকবে। এভাবে ভাইরাসটি ছড়াতে পারে। এই মুহূর্তে অনুশীলন শুরু করা মোটেই আদর্শ সিদ্ধান্ত নয়।'