অধিনায়ক না হলেও আফসোস থাকতো না: তামিম

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হওয়ার কথা স্বপ্নেও ভাবেননি তামিম ইকবাল। বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক জানিয়েছেন, এই দায়িত্ব না পেলেও তাঁর কোনো আফসোস থাকতো না।
শনিবার (৬ জুন) ক্রিকফ্রেঞ্জির লকডাউন লাইভ আড্ডায় একথা বলেছেন তিনি। তামিমের মতে এখন অধিনায়ক হিসেবে সফলতা বা ব্যর্থতার কথা ভাবা কোনো কাজে আসবে না। তাই এই বিষয়ে মাথা ঘামাতে চান না তিনি।

এ প্রসঙ্গে তামিম বলেন, 'অধিনায়ক শুধু একটা নাম। আমি কেমন অধিনায়ক হবো, সফল হবো বা হবো না, ভালো করবো করবো না এটা নিয়ে আমি যদি সারাদিন চিন্তা করি আমার কোনো সাহায্য হবে না। একটা জিনিস আমি এমন না যে স্বপ্নতে ভাবতাম বাংলাদেশ দলের অধিনায়ক হবো। আমি কোনো সময়ই ভাবতাম না। আমি যদি বাংলাদেশ দলের অধিনায়ক নাও হতাম আমার আফসোস থাকতো না। আমি এগুলো নিয়ে চিন্তিত না।'
অধিনায়কত্বকে একটি সুযোগ হিসেবেই দেখছেন তামিম। ক্যারিয়ার শেষে অধিনায়কত্ব না করা নিয়ে আফসোসে পুড়তে চান না তিনি। অধিনায়ক হিসেবে ব্যর্থ হলে অনেক উপায় খোলা আছে বলে মনে করেন তিনি।
তামিম বলেন, 'এখন আমাকে দায়িত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করবো। আমি আমার সাধ্যমত চেষ্টা করবো সব দিক থেকে। তারপর দেখবো আমি কতটা সফল, কতটা সফল না। এটা নিয়ে একজন বলেছিল, আমি জানি তুমি এই জিনিসটা নিয়ে চিন্তিত না। তুমি এভাবে করে চিন্তা করো তোমার ক্রিকেট ক্যারিয়ার শেষে তোমার মাথায় আসতে পারে, তোমার এমন একটা সুযোগ এসেছিল দলকে নেতৃত্ব দেয়ার। যেটা সবার কাছে আসে না। তখন তুমি সুযোগটা নাওনি।'