শের-ই-বাংলা খুলে দেয়া হচ্ছে মুশফিক-তামিমদের জন্য?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লম্বা সময় ধরে বন্ধ রয়েছে দেশের ক্রিকেটাঙ্গন। দেশে চলমান অঘোষিত লকডাউনের সমাপ্তি ঘটছে গেল ৩০ তারিখেই। ফলে অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরে আস্তে শুরু করেছে দেশের সবকিছুই। যদিও করোনা পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তারপরও খেলা মাঠে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মাঠে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন ক্রিকেটাররাও। এইতো কিছুদিন আগেই মুশফিকুর রহিম বিসিবির কাছে আবেদন করেছিলেন একক অনুশীলনের জন্য। কিন্তু তাঁর প্রস্তাব নাকচ করে দিয়েছিল বিসিবি। কিন্তু মুশফিকের আবেদনে কিছুটা নড়েচড়ে বসেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কর্তারা। চিন্তা ভাবনা করতে শুরু করেছেন ক্রিকেটারদের অনুশীলনের বিষয়ে।

অবশেষে মিলতে যাচ্ছে কাঙ্ক্ষিত সেই সবুজ সংকেত। খুব শীঘ্রই বিসিবিতে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলনের অনুমতি পেতে যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সব কিছু ঠিক থাক থাকলে চলতি সপ্তাহের শেষেই অনিশিলন শুরু করতে পারবেন তামিম-মুশফিকরা।
দেশের শীর্ষস্থানীয় একটি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
আকরাম খান বলেন, ‘ঢাকা, চট্টগ্রামসহ কয়েকটি মাঠে জাতীয় ক্রিকেটারদের ব্যক্তিগত পর্যায়ের অনুশীলনের সুযোগ করে দিতে চাই। এ সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার ৪-৫ দিন পর সে সুযোগ পাবে ক্রিকেটাররা। তখন ওরা নিজ ইচ্ছায় মাঠে গিয়ে অনুশীলন করতে পারবে।’
একই সুরে গান গেয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। শীর্ষস্থানীয় একটি জাতীয় দৈনিককে তিনি জানান, 'আমরা ঢাকা, সিলেট, রাজশাহী এবং কক্সবাজারে প্রশিক্ষণ শুরু করার ব্যবস্থা করছি। যদি কেউ চান, তারা পাঁচ-সাত দিনের পরে নিজের উদ্যোগে এই জায়গাগুলিতে অনুশীলন শুরু করতে পারেন।'
'প্রত্যেকের বাড়িতে বাড়িতে জিমের সুবিধা নেই; অনেকের অনুশীলনের কোনও উপায় নেই। এ কারণেই কিছু ক্রিকেটার আমাদের জানিয়েছে যে তারা মাঠে গিয়ে অনুশীলন করতে চায়।'