আইসিসির আলোচনায় ‘করোনা বদলি’

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি ডেস্ক ||
গেল সপ্তাহে 'করোনা বদলি' ব্যবস্থা চালু করার জন্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার (আইসিসি) কাছে আবেদন করেছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইসিবির পরিচালক স্টিভ ওর্থি নিশ্চিত করেছেন এই নিয়ম চালু করার সম্ভাবনা নিয়ে আলোচনা করছে আইসিসি।
জুলাইয়ের ৮ তারিখ মাঠে ফিরতে যাচ্ছে ক্রিকেট। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংলিশরা। স্কাই স্পোর্টসের ক্রিকেট শোতে এলওর্দি জানিয়েছেন এই সিরিজেই দেখা যেতে এই নতুন নিয়ম।

স্টিভ বলেন, ‘কোভিড-বদলি নিয়ে আইসিসি আলোচনা করছে। আমি জেনেছি নিজেদের মধ্যে যোগাযোগ হচ্ছে। কেউ আক্রান্ত হলে আশা করছি আমরা করোনা বদলি হিসেবে কাউকে নামাতে পারব।'
'বিশেষ করে টেস্ট ক্রিকেটে। ওয়ানডেতে বা টি-টোয়েন্টিতে প্রয়োজন নেই। বদলি খেলোয়াড় হতে পারে ওই খেলোয়াড়ের মতোই। যেমন ব্যাটসম্যানের পরিবর্তে ব্যাটসম্যান। বোলারের পরিবর্তে বোলার।’ আরও যোগ করেন ইসিবির এই পরিচালক।
কনকাশন সাব সিস্টেমে কোনো ক্রিকেটারের মাথায় বল লাগলে সেক্ষেত্রে সেই ক্রিকেটারের সমতূল্য একজন ক্রিকেটার বদলী হিসেবে খেলতে নামতে পারেন। আর করোনা বদলির ক্ষেত্রে কোনো খেলোয়াড় খেলার মাঝপথে করোনায় আক্রান্ত হলে সেক্ষেত্রে তাঁর বদলী নেয়ার বিষয়ে আলাপ আলোচনা চলছে।
বর্তমানে মহামারী এই ভাইরাসের প্রকোপে খেলা বন্ধ থাকলেও, মাঠে খেলা ফিরলে যেকোনো সময় এই ভাইরাসে ক্রিকেটারদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। মূলত এই কারণেই করোনা বদলির কথা ভাবছে ইসিবি। খেলার সময় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যেই বলে মুখের লালা ব্যবহার নিষিদ্ধ করেছে আইসিসি।