promotional_ad

শামির মতো আত্মহত্যা করতে চেয়েছিলেন উথাপ্পাও!

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পেশাদার ক্রিকেট খেলতে গিয়ে মানসিক অবসাদে পড়ার ঘটনা বহু ক্রিকেটারেরই আছে। আছে আত্মহত্যা করতে চাওয়ার মতো ঘটনাও। কিছুদিন আগে ভারতের পেসার মোহাম্মদ শামি জানান, চোট ও পারিবারিক সমস্যার হতাশা থেকে তিনবার আত্মহত্যার কথা মাথায় আসে তাঁর। এবার আত্মহত্যা করতে চাওয়ার ঘটনা জানালেন ভারতের একাদশের এক সময়ের নিয়মিত ব্যাটসম্যান রবিন উথাপ্পা।


আইপিএলের দল রাজস্থান রয়্যালসের ফেইসবুক পেজে একটি লাইভ অনুষ্ঠানে এসে সম্প্রতি এই উইকেটরক্ষক বলেন, “২০০৯ থেকে ২০১১ সালের দিকের কথা আমার মনে পড়ে। প্রতিদিনই এমন ভাবনার বিরুদ্ধে আমাকে লড়তে হতো। এমন অনেক সময় গেছে যখন ক্রিকেটের কথা ভাবতে পারতাম না। সম্ভবত সবচেয়ে দূরের ভাবনা ছিল তখন ক্রিকেট।


promotional_ad

ওই দিনগুলোতে আমি বসে থাকতাম আর ভাবতাম, তিন গোনার পর দৌড়ে গিয়ে ব্যালকনি থেকে লাফিয়ে পড়ব। তবে কিছু একটা জিনিস আমাকে তখন আটকে রাখত।”


২০০৬ সালে অভিষেক হওয়া উথাপ্পা ভারতের জার্সিতে এখন পর্যন্ত ৪৬টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।


২০১৫ সালের পরে জাতীয় দলে আর দেখা যায়নি ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যানকে। মানসিক অবসাদগ্রস্ত কেন হয়েছিলেন এটা পুরোপুরি না জানালেও এর মূলে ছিল ক্রিকেট থেকে দূরে থাকা।


উথাপ্পা আরও বলেন, “কীভাবে দিনটা কাটবে, কীভাবে পরের দিন আসবে, আমার জীবনে কী ঘটবে, কোন পথে আমি চলব- তখন এসব ভাবতাম কেবল। যখন খেলা থাকত, এসব ভাবনা মাথায় আসত না। কিন্তু ম্যাচ না থাকার দিনগুলো এবং অফ সিজনে খুবই কঠিন ছিল এটি।”
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball