promotional_ad

হাথুরুসিংহের পরামর্শই লিটনের জন্য আশীর্বাদ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চান্দিকা হাথুরুসিংহের পরামর্শ আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে লিটন দাসের জন্য। ২০১৬ সালে ডানহাতি এই ব্যাটসম্যানকে হালকা ব্যাট দিয়ে খেলার পরামর্শ দিয়েছিলেন বাংলাদেশের সাবেক এই কোচ। এরপর থেকেই হালকা ব্যাট দিয়ে খেলে আসছেন লিটন।


২০১৫ সালে তিন ফরম্যাটে অভিষেক হয় লিটনের। যদিও পারফর্ম করতে না পারায় সে বছরই ছিটকে যান এই ব্যাটসম্যান। এরপর জাতীয় দলে ফেরেন ২০১৭ সালে। মাঝের সময়টায় ঘরোয়া লিগ খেলার পাশাপাশি নিজেকে নিয়ে কাজ করেন এই ব্যাটসম্যান।


promotional_ad

ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ১৭ ইনিংসে কোনও হাফ সেঞ্চুরি ছিল না লিটনের। টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম ১৪ ইনিংসে পঞ্চাশের ঘরে যেতে পারেননি তিনি, তবে টেস্টে ক্যারিয়ারের তৃতীয় ইনিংসেই এই মাইলফলক স্পর্শ করেন ডানহাতি এই ব্যাটসম্যান।
 
২০১৮ সালের আগস্ট মাসের পর হাসতে শুরু করে লিটনের ব্যাট। ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে সেঞ্চুরি তুলে নেন লিটন। এছাড়া টি-টোয়েন্টিতেও নিয়মিত রান করতে শুরু করেন তিনি। কিন্তু লিটনকে বদলে যেতে সাহায্য করা হাথুরুসিংহে ততদিনে বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দেন।


হালকা ব্যাট দিয়ে বেশী বেশী শট খেলতে পারার কথা জানিয়ে ডেইলি সানকে লিটন বলেন, 'ক্যারিয়ারের শুরুতে ভারী ব্যাট দিয়ে খেলতাম। ২০১৬ সালে হাথুরুসিংহে আমাকে হালকা ব্যাট দিয়ে খেলার পরামর্শ দেন।' 


'হালকা ব্যাটে আমি বেশী সময় পাবো শট খেলার জন্য এবং বেশী বেশী শটও খেলতে পারব। এরপর থেকেই হালকা ব্যাট দিয়ে খেলে আসছি আমি। তবে আমি যখনই দুই-তিন ম্যাচে টানা ব্যর্থ হই সঙ্গে সঙ্গে ব্যাট বদলে ফেলি।' আরও যোগ করেন এই ব্যাটসম্যান।


ভারতের বিপক্ষে এশিয়া কাপে সেঞ্চুরি হাঁকানোর পর পেছনে ফেরে তাকাতে হয়নি লিটনকে। সময়ের সাথে সাথে নিজেকে বদলেছেন, ধারাবাহিক হয়ে উঠেছেন। ঘরের মাঠে সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজ এবং বঙ্গবন্ধু বিপিএলে রান করেছেন ব্যাগ ভরে। এছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটেও দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। তবে টেস্টে এখনও পুরোপুরিভাবে ধারাবাহিক হয়ে উঠতে পারেননি এই ব্যাটসম্যান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball