নীরবে বিদায় নিলেন আঞ্জু জাইন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
নীরবে দেশের ক্রিকেটাঙ্গন ছাড়লেন বাংলাদেশ নারী দলের প্রধান কোচ আঞ্জু জাইন। তাঁর সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি ছিল চলতি বছরের মার্চ পর্যন্ত। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে মেয়েদের বাজে পারফরম্যান্সের জন্য আঞ্জুর সঙ্গে আর চুক্তি বাড়ায়নি বিসিবি।
ফলে একরকম বাধ্য হয়েই নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন আঞ্জু। ভারতের বারদা ক্রিকেট অ্যাসোসিয়েশনে সিনিয়র মেয়েদের কোচিং করাবেন তিনি। তাঁর মতো একই ঠিকানা খুঁজে নিয়েছেন নারী দলের সহকারি কোচ দেবিকা পালসেখরও।
এই ব্যাপারে আঞ্জু বলেন, 'বারদার মেয়েদের কোচ হিসেবে যোগ দিচ্ছি। যখনই তাদের কাছ থেকে গাইডলাইন পাবো, তখনই যোগ দেব।'

বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, 'ওনার সঙ্গে আমাদের মার্চ পর্যন্ত চুক্তি ছিল। বিশ্বকাপের পারফরম্যান্সের বিষয়ে আমাদের চিন্তা ভাবনা ছিল। উনি হয়তো ভেবেছে তার চুক্তি বাড়ানোর সুযোগ নেই।
এ কারণে নিজে থেকেই চলে গেছে, আমাদের কিন্তু জানায়নি। যেহেতু তার চুক্তির মেয়াদ মার্চ পর্যন্ত ছিল এবং আমরা বাড়াইনি। তো তার রিজাইন দেওয়া কিংবা আমাদেরও তাকে টার্মিনেট করার প্রয়োজন পড়েনি।'
আঞ্জু পরবর্তী কোচ কে হবেন, সেটা এখনও ভাবেনি বিসিবি। নাদেল আরও বলেন, 'আমরা এখনও চিন্তা ভাবনা করছি। অবশ্যই বাইরের কাউকে নিব। আর কয়েকটা দিন পরে হয়তবা বলতে পারব।'
আঞ্জু-পালসেখরের কোচিংয়ে নারী এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। যদিও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চারটি ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি বাংলাদেশের মেয়েরা। ২০১৮ সালের জুনে ইংলিশ কোচ ডেভিড ক্যাপেলের স্থলাভিষিক্ত হয়েছিলেন আঞ্জু জাইন।
সুত্র: সারা বাংলা