promotional_ad

সাকিবকে বলেছিলাম আলিসকে সাহস দিতে: সুজন

ছবিঃ- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


২০১৯ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নেট বোলার ছিলেন আলিস আল ইসলাম। শুরুতে নেট বোলার থাকলেও তাঁকে মাঠে নামিয়ে দেন ঢাকা ডায়নামাইটসের কোচ খালেদ মাহমুদ সুজন। বিপিএলের মতো বড় মঞ্চে কোনও অভিজ্ঞতা না থাকা আলিসকে নামিয়ে দিয়ে দুশ্চিন্তায় ছিলেন সুজন। এরপর দলের অধিনায়ক সাকিব আল হাসানকে সুজন জানান, আলিস কোনও ভুল করে ফেললে তাঁকে যেন সাহস দেয়া হয়।


অভিষেক ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ২৬ রান খরচায় হ্যাটট্রিকসহ চার উইকেট নেন আলিস। ডানহাতি স্পিনে তুলে নেন রাইলি রুশো, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা ও ফরহাদ রেজার উইকেট। গুরুত্বপূর্ণ ম্যাচটি দুই রানে জিতে যায় ঢাকা।


promotional_ad

সম্প্রতি ক্রিকফ্রেঞ্জি লকডাউন লাইভে এসে এই ম্যাচের স্মৃতিচারণ করেন সুজন।


তিনি বলেন, 'আলিসকে তো আমি অনেক আগে থেকে চিনি আসলে। ওর সঙ্গে কাজ করেছি আমি। তো ওকে রংপুর রাইডার্সের বিপক্ষে ওই ম্যাচে খেলানো অনেক চ্যালেঞ্জিং ছিল। বড় মঞ্চে খেলানো তো সহজ নয়। একটি ক্যাচও মিস করেছে ও। ম্যানেজমেন্টকে অনেক বোঝাতে হয়েছিল আমার।


তো আমি সাকিবকে বলেছিলাম আলিসকে সাহস যোগাতে, যদি কোনও ভুল করে ফেলে। ওর মতো ভালো অফস্পিনার, যে বল খুব ভালো টার্ন করাতে পারে, এমন কমই আছে। তখন অনেক ছন্দে ছিল ও। সব মিলিয়ে ওকে খেলানোর সিদ্ধান্ত কঠিন ছিল অনেক।'


আলিসের মতো তাসকিন আহমেদকেও নেট থেকে বিপিএলের মঞ্চে আনেন সুজন। ২০১৩ সালের বিপিএলে চিটাগং কিংসের হয়ে অভিষেক হয় তাসকিনের।


সুজন আরও বলেন, 'দেখেন আমরা যদি এতো বড় মঞ্চে ওদের খেলানোর সুযোগ করে না দেই তাহলে কীভাবে হবে। ওরা তো প্রতিভাবান। তাসকিন, আলিস সবাই প্রতিভাবান। তাসকিনকেও আমি নেট থেকে বিপিএলে এনেছিলাম। সে কিন্তু খুবই প্রতিভাবান।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball