সাইফউদ্দিনের টেস্ট ভাবনা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে নিয়মিত মুখ মোহাম্মদ সাইফউদ্দিন। ২০১৭ সালে দেশের হয়ে অভিষেক হলেও এখনও টেস্ট খেলা হয়নি তাঁর। মূলত তাঁর ফিটনেস এবং চোট সমস্যার কারণেই সাদা পোশাকের জার্সি গায়ে পরিধানের সুযোগ মেলেনি।
সাইফউদ্দিনের ইনজুরি সমস্যা নতুন নয়। পিঠের চোট লম্বা সময় ধরে ভোগাচ্ছে এই অলরাউন্ডারকে। ইংল্যান্ড বিশ্বকাপ থেকেই পুরাতন ইনজুরি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল এই তরুণের। ৯ বছর আগে পাওয়া চোট আবার ফিরে আসে তার। তা সত্ত্বেও গেল বছর ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলেন সাইফউদ্দিন।

পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে অংশ নেন তিনি। ফলে চোট আরো বাড়ে। একপর্যায়ে গুরুতর আকার ধারণ করে। ফলে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে চলে যান তিনি। খেলতে পারেননি ৫ মাস। দর্শক হয়েই দেখেছেন বঙ্গবন্ধু বিপিএলও। তবে চলতি বছর ঘরের মাঠে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি সিরিজে ফেরেন এই অলরাউন্ডার।
দুই ফরম্যাটে দলকে প্রতিনিধিত্ব করলেও টেস্টও খেলতে চান সাইফউদ্দিন। তবে সে জন্য ফিটনেস এবং স্কিলের দিক দিয়ে আরও উন্নতি করতে হবে বলে মনে করছেন তিনি। অনূর্ধ্ব-১৫ থেকেই চোট সমস্যার কারণে ভুগতে হচ্ছে তাঁকে।
রবিবার ক্রিকফ্রেঞ্জির লাইভে সাইফউদ্দিন বলেন, 'এটা আসলে বলা মুশকিল। ক্রিকেটের সবচেয়ে বড় সম্মান হচ্ছে টেস্ট ক্রিকেট। আমি ব্যাতিক্রম না। এই ফরম্যাটে খেলা গর্ব এবং সম্মানের বিষয়।'
'আমি অনূর্ধ্ব-১৫ যখন খেলি তখন থেকেই ফিটনেস আমাকে ভোগাচ্ছে। ইনশাআলাহ যদি কখনও সুযোগ আসে, নিজেকে যদি প্রমাণ করতে পারি ফিটনেস এবং স্কিলের দিক দিয়ে সুযোগ আসলে অবশ্যই খেলবো।' আরও যোগ করেন এই অলরাউন্ডার।
দেশের হয়ে এখন পর্যন্ত ২২টি ওয়ানডে এবং ১৫টি টি-টোয়েন্টি খেলেছেন সাইফউদ্দিন। বোলিং অলরাউন্ডার হলেও ব্যাটিংয়ের কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম তিনি। ওয়ানডেতে ২টি হাফ সেঞ্চুরিও আছে তাঁর।