পাড়ার ক্রিকেটে আমাকে সবাই গাঙ্গুলি ডাকতো: সাইফউদ্দিন

ছবি: ফাইল ফটো

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করার আগে মোহাম্মদ সাইফউদ্দিনকে তাঁর পাড়ার ক্রিকেট সতীর্থরা 'সৌরভ গাঙ্গুলি' বলে ডাকতেন। বাম হাতে ব্যাটিং এবং ডান হাতে বোলিংয়ে গাঙ্গুলির সঙ্গে মিল থাকার কারণেই এমনটা শুনতে হতো সাইফউদ্দিনকে।
সম্প্রতি ক্রিকফ্রেঞ্জি লকডাউন লাইভে ২৩ বছর বয়সী সাইফউদ্দিন বলেন, 'একদম শুরুতে যদি বলেন...আমাদের বাসা তো ফেনী বর্ডারের পাশে। তো ডিস লাইনে মাঝে মধ্যে ভারতের ন্যাশনাল একটা চ্যানেল আসতো। তখন দেখতাম সৌরভ গাঙ্গুলি এবং শচিন টেন্ডুলকার ওপেন করতে নামতো। গাঙ্গুলি আবার বোলিংও করতেন।

আমি যদি ভুল না বলি ওর বোলিংয়ের ভালো অনেক উইকেট আছে। আর সবচেয়ে বড় কথা পাড়ার ক্রিকেটে আমাকে তখন গাঙ্গুলি ডাকতো। কেননা আমি বাম হাতে ব্যাটিং করি, ডান হাতে বোলিং করি। তখন থেকে আসলে গাঙ্গুলির প্রতি একটা ভালোবাসা।'
কার্যকরি বোলিংয়ে এখন পর্যন্ত ২২ ওয়ানডেতে ৩১টি উইকেট নিয়েছেন সাইফউদ্দিন। ১৫টি টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৪ উইকেট।
ব্যাট হাতে ওয়ানডেতে তাঁর রান দুটি হাফসেঞ্চুরিসহ ২৯০। টি-টোয়েন্টিতে নয় ইনিংস ব্যাটিং করে ১০৮ রান করেছেন।
ক্যারিয়ার এখনও শুরুর দিকেই সাইফউদ্দিনের। ভবিষ্যতে আরও ভালো অলরাউন??ডার হওয়ার স্বপ্ন দেখেন তিনি। অনুসরণ করেন ইংল্যান্ডের বেন স্টোকস ও নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসনকে।
সাইফউদ্দিন বলেন, 'গাঙ্গুলি তো আছেই। সাম্প্রতিক সময়ে বেন স্টোকস আর কোরি অ্যান্ডারসনকেও আমার খুব ভালো লাগে।'