ভারতের বিপক্ষেও 'জোচ্চুরি' করেছিলেন রশিদ লতিফ
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাবেক পাকিস্তানের উইকেটরক্ষক রশিদ লতিফের নাম কেউ ভুলুক আর নাই ভুলুক, সহজে এই নাম ভুলবে না বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। ২০০৩ সালের মুলতান টেস্টে রশিদের 'জোচ্চুরির' কারণেই টেস্ট জেতার সুযোগ হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। সে ম্যাচে মাটি থেকে বল তুলে ক্যাচ দাবি করেছিলেন রশিদ, সেটিকে আউটও দিয়েছিলেন আম্পায়ার।
এবার বেরিয়ে এলো লতিফের ভা??তের বিপক্ষে এমন কর্মকান্ডের ঘটনা। ১৯৯৬ সালে ভারতের বিপক্ষে ওয়ানডেতে এমনই এক জোচ্চুরি করেছিলেন তিনি। সেবার রশিদের 'জোচ্চুরির' শিকার হয়েছিলেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়।

১৯৯৬ সালের শারজাহ কাপের প্রথম ওয়ানডেতে ভারতকে ২৭২ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল পাকিস্তান। ব্যাট করতে নেমে মাত্র ৯১ রানেই ৪ উইকেট হারিয়ে বসেছিল ভারত। সেই সময় বড় একটি জুটির লক্ষ্যে ছুটতে থাকা ভারতের সামনে বাঁধা হয়ে দাঁড়ান রশিদ ও মুশতাক আহমেদ। তাদের দুইজনের জোরালো আপিলের কারণে নিজের উইকেট হারান দ্রাবিড়। যদিও সেটি আউট ছিল না।
মুশতাকের ঝুলিয়ে দেয়া ডেলিভারি টার্ন করে দ্রাবিড়ের ব্যাটকে ফাঁকি দিয়ে জমা পড়ে উইকেটরক্ষক রশিদের গ্লাভসে। সঙ্গে সঙ্গে সমস্বরে আপিল শুরু করেন মুশতাক ও রশিদ। আম্পায়ারও আঙুল তুলে দেন।
শেষপর্যন্ত ভারত ম্যাচটি হারে ৩৮ রানের ব্যবধানে। ম্যাচ শেষে রশিদ নিজেই দ্রাবিড়কে গিয়ে বলেছিলেন, সেটি যে আসলে আউট ছিল না। সম্প্রতি এক ইউটিউব ভিডিওতে এ কথা বলেছেন রশিদ।
রশিদ লতিফ বলেন, 'শারজাহতে ভারতের বিপক্ষে সেই ম্যাচে মুশতাক একটি ডেলিভারিতে জোরালো আপিল করেছিল। আমরাও সঙ্গে সঙ্গে আপিল করি এবং আউটও পেয়ে যাই। ম্যাচ শেষে দ্রাবিড় আমাকে জিজ্ঞেস করেছিল, আমি কি আউট ছিলাম? আমি তখন বলে দিয়েছি, না তুমি আউট ছিলে না। আসলে মুশতাক একটু বেশি বেশি করে।'