অনুশীলনে ফিরছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের কারণে সারা বিশ্বের ক্রিকেট ক্ষতিগ্রস্থ হয়েছে। সেই সঙ্গে ক্রিকেটাররাও নিয়মিত অনুশীলন থেকে বঞ্চিত হয়েছে। যদিও দলগুলো এবার ধীরে ধীরে অনুশীলনে ফিরছে। করোনাভাইরাস সঙ্কট কাটিয়ে ইতিমধ্যে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ অনুশীলনে ফিরেছে।
এবার পেশাদার ক্রিকেটারদের অনুশীলনে ফেরার অনুমতি দিল দক্ষিণ আফ্রিকা। এ জন্য দক্ষিণ আফ্রিকার ক্রীড়া ও সংষ্কৃতি মন্ত্রীকে ধন্যবাদ দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দেশটির ক্রীড়া মন্ত্রী নাথী ম্যাথথার সংবাদ সম্মেলন করে ক্রিকেটারদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন।

এ প্রসঙ্গে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জ্যাকস ফল বলেন, ‘এটা আমরা ক্রিকেট পরিচালনার জন্য বড় একটি উৎসাহ হিসাবে দেখছি। আমরা নিয়মিত দক্ষিণ আফ্রিকার ক্রীড়া ও বিনোদন (এসআরএসএ) এর সাথে নিয়মিত যোগাযোগ রাখছি এবং তারা এই কঠিন সময়ে খেলাটিকে সমর্থন করেছেন।’
দ্রুতই তারা খেলা ফেরাতে আত্মবিশ্বাসী। ফল বলেন, ‘এই পর্যায়ে নিয়মকানুন গুলো কেবল পেশাদার ক্রিকেটের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের পরবর্তী পদক্ষেপটি হল প্রশিক্ষণ ও খেলা ফেরানোর বিষয়ে একটি প্রটোকল তৈরি করা এবং অনুমোদনের জন্য এসআরএসএ তে জমা দেওয়া। প্রক্রিয়াটি সামনের দিকে অগ্রসর করার জন্য শীঘ্রয়ই আমাদের কোভিড-১৯ স্টিয়ারিং কমিটির সভা আহ্বান করবো।’
অনুশীলনের অনুমতি দিলেও কাউকে এজন্য জোর করা হবে না বলে জানিয়েছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী, ‘আমাদের জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দলগুলোকেও অনুশীলনে ফেরার সবুজ সংকেত দেওয়া হবে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাথে আমার আলোচনা হয়েছে। আমি বলতে চাই এখনই কোন খেলোয়াড়, কোচ, সাপোর্টিং স্টাফ ও কর্মীকে জোর করা হবেনা।’