অনেক দিন এমন মুহূর্তের অপেক্ষায় ছিলেন কার্তিক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশকে হারিয়ে ভারতকে নিদাহাস ট্রফি জেতানোর নায়ক ছিলেন দীনেশ কার্তিক। ভারতের হয়ে লম্বা সময় খেললেও নিজেকে প্রমাণের জন্য এমন একটি মুহূর্তের অপেক্ষায় ছিলেন বলে জানালেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে কার্তিক জানিয়েছিলেন, সৌম্য সরকারের করা শেষ বলে ছক্কা হাঁকানোর হাইলাইটস বারবার দেখতে পছন্দ করেন তিনি। এবার জানালেন বাংলাদেশকে হারাতে পারবেন সেই বিশ্বাস আগে থেকেই ছিল তাঁঁর।

স্টার স্পোর্টস তামিলের 'মাইন্ড মাস্টার্স শো' তে কার্তিক বলেন, 'অমন একটা মুহূর্তের অপেক্ষাই করছিলাম আসলে, সবাইকে দেখানোর জন্য যে আমিও পারি। এমন একটা সুযোগের মুখোমুখি হওয়ার জন্য আমি প্রচুর অনুশীলন করেছি। তাই অবশেষে যখন অমন একটা পরিস্থিতির মুখোমুখি হলাম, সবকিছুই যেন আপনা-আপনি হতে থাকল। সেই পর্যায়ে বেশ মজাই লেগেছিল। প্রচুর অনুশীলন করার ফলে অমন পরিস্থিতে কি করতে হয় সেটা আমার জানা ছিল। আমার বিশ্বাস ছিল আমি ম্যাচটা বের করে আনতে পারব। দুই ওভারে ৩৪ রান লাগত, তাতে কী!'
২০১৮ সালে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশকে হারাতে ভারতের দরকার ছিল ১ বলে ৫ রান। বাংলাদেশের দেয়া ১৬৭ রানের লক্ষ্যে ম্যাচ জয়ের জন্য ইনিংসের শেষ বল অবদি অপেক্ষা করতে হয়েছিল ভারতকে।
১৮তম ওভারে মাত্র ১ রান দিয়ে ম্যাচটি বাংলাদেশের নাগালে এনে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। যদিও শেষ ওভারের শেষ বলে ওয়াইড ইয়র্কারকে কাভারে ছক্কা বানিয়ে ৫ রানের সমীকরণ মিলিয়ে দেন কার্তিক। ভারত ম্যাচ জেতে ৪ উইকেটের ব্যবধানে।