promotional_ad

ক্রিকেট খুব শক্তিশালী হয়েই ফিরবে: গাঙ্গুলি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের তান্ডবে সারা বিশ্ব ক্ষতিগ্রস্থ হয়েছে। থেমে গেছে ক্রিকেটও। তবুও আশায় বুক বাঁধছেন ভারতের সাবেক অধিনায়ক এবং বর্তমান বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি আশাবাদী করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কার হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে দ্রুতই।


সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘করোনাভাইরাসের আক্রমণে বিশাল ধাক্কা খেয়েছে সবাই। কিন্তু আমার মনে হয়, সব কিছু ঠিক হয়ে যাবে। আমাদের কাছে ওষুধ ছিল না এই ভাইরাসের মোকাবিলা করার জন্য। কিন্তু ছয়-সাত মাসের মধ্যে একবার প্রতিষেধক আবিষ্কার হয়ে গেলে, সব কিছু আবার স্বাভাবিক হয়ে যাবে।'



promotional_ad

করোনার কারণে বিশ্ব ক্রিকেট সূচি জটিলতায় পড়তে পারে। সব কিছু পেরিয়ে ক্রিকেট আবারও স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশাবাদী বিসিসিআই সভাপতি। ক্রিকেটকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে নিতে আইসিসি এবং বিসিসিআই সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন তিনি।


গাঙ্গুলি বলেছেন, 'আমাদের সবার মধ্যে একটা প্রতিরোধ ক্ষমতা আছে। ক্রিকেটও আবার স্বাভাবিক হয়ে যাবে। হ্যাঁ, মানছি সূচিতে কিছু পরিবর্তন হবে। তবে এটাও বলব, ক্রিকেটকে স্বাভাবিক করতে ভারতীয় বোর্ড এবং আইসিসি যা করার করবে।'


করোনার প্রভাবে ক্রিকেট ক্ষতিগ্রস্থ হলেও খেলাটি শক্তিশালী হয়ে ফিরবে বলে আশাবাদী ভারতের এই সাবেক অধিনায়ক। তিনি বলেন, 'ক্রিকেট খুব শক্তিশালী হয়েই ফিরবে। মানছি, ক্রিকেটারদের নানা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। যা খেলার সামনে কোনও প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।'



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball