promotional_ad

পরিস্থিতি স্বাভাবিক হলে টিম স্পন্সর এবং সম্প্রচার স্বত্ব নিয়ে সিদ্ধান্ত

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টিম স্পন্সর ইউনিলিভারের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তির মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের জানুয়ারিতে। এরপর অন্তর্বর্তীকালীন স্পন্সর হিসেবে ডিটিএইচ সেবাদাতা প্রতিষ্ঠান আকাশের সঙ্গে চুক্তি করেছিল বিসিবি। করোনা পরিস্থিতির কারণে পূর্ণ মেয়াদের কোনো স্পন্সর এখনও খুঁজে পায়নি বিসিবি।


এ ছাড়া গাজী টিভির সঙ্গে বিসিবির সম্প্রচার স্বত্বের চুক্তির মেয়াদ শেষ হয়েছে এপ্রিলে। সম্প্রচার স্বত্বের জন্যও নতুন কাউকে খুঁজে পায়নি বিসিবি। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই এই ব্যাপারগুলো সুরাহা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবির  বিসিবি পরিচালক, অর্থ কমিটির প্রধান, বিপণন ও বাণিজ্য বিভাগের ভাইস চেয়ারম্যান ইসমাইল হায়দার মল্লিক।


promotional_ad

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, 'দেশের বাস্তবতা আমাদের বুঝতে হবে। করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে দেশের সামগ্রিক আর্থিক অবস্থা আগের মতো নেই। আমাদের সম্ভাব্য স্পন্সর যারা, তাদের জন্যও চ্যালেঞ্জিং সময় চলছে। তাদেরকে গুছিয়ে ওঠার সময় দিতে হবে। আমাদেরও হোম অফিস চলছে, এখন একটা বিশেষ পরিস্থিতি চলছে।'


'বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু কিন্তু আগের চেয়ে অনেক বেড়েছে। আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম, তখন জার্সি স্পন্সরশীপ থেকে যে টাকা আয় ছিল, এখন সেই আয় অনেক অনেক গুণ বেশি। আমরা চাই দীর্ঘ মেয়াদে ও প্রত্যাশিত অঙ্কের স্পন্সর যেন পাই। সেটির জন্য সময় ও পরিস্থিতি অনুকূলে থাকতে হবে।'


২০১৪ সালে ২ কোটি ২৫ হাজার ডলারের বিসিবির সম্প্রচার স্বত্ব পেয়েছিল গাজী টিভি। চুক্তির পুরো টাকাই বিসিবি বুঝে পেয়েছে। যদিও এর আগে সম্প্রচার স্বত্ব পাওয়া নিম্বাসের কাছ থেকে এখনও বিসিবির মোটা অঙ্কের টাকা পাওনা রয়েছে। টাকার অঙ্কটি প্রায় দেড়শো কোটি। যদিও এই বিষয়ে বিসিবি আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু বলেনি।


এ প্রসঙ্গে মল্লিক বলেছেন, 'যে টাকায় সম্প্রচার স্বত্ব পায়, সেটাই তো চূড়ান্ত নয়। কিছু কিছু সিরিজে যেমন ম্যাচ এদিক-সেদিক হয়েছে। কিছু ওয়ানডে-টি-টোয়েন্টি কম হয়েছে। যে ম্যাচগুলি হয়েছে, সেখান থেকে প্রাপ্য টাকার সবটুকু বোর্ড পেয়ে গেছে। পেছনের কোনো কিছু আমাদের বাকি নেই। নিম্বাসের টাকা নিয়ে আশা জাগানিয়া কিছু নেই। আগের অবস্থাতেই আছে। আমরা তো অনেক চেষ্টা করলাম, উল্টো মোটা অঙ্কের টাকা খরচ হয়েছে আইনী লড়াইয়ে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball