মাঠে ক্রিকেট ফেরাতে আইসিসির গাইডলাইন প্রকাশ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় ধরে ক্রিকেট খেলা বন্ধ থাকায় বড় ধরণের ক্ষতির মুখে পড়েছে ক্রিকেট খেলুড়ে দেশগুলো। আর তাই ধীরে ধীরে মাঠে ক্রিকেট ফেরানোর চিন্তা করছে তারা। তবে এর জন্য নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হবে আইসিসির সদস্যভুক্ত দলগুলোকে।
মূলত প্রত্যেকটি ক্রিকেট বোর্ডের চিকিৎসক দলের প্রতিনিধির সঙ্গে পরামর্শ করে তৈরি করা হয়েছে এই গাইডলাইন। শুক্রবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
এই গাইডলাইনের শুরুতেই প্রত্যেকটি বোর্ডকে একজন করে প্রধান চিকিৎসা কর্মকর্তা বা বায়ো সেফটি কর্মকর্তা নিয়োগ করতে বলা হয়েছে। এই চিকিৎসকের কাজ হবে করোনাভাইরাস সংক্রান্ত বিষয়গুলো দেখভাল করা।

এরপর সদস্য দেশগুলোকে প্রতিটি সফরের কমপক্ষে ১৪ দিন আগে একটি আইসোলেশন ক্যাম্প করতে বলা হয়েছে। এই ক্যাম্পে দলের সকলের করোনাভাইরাস পরীক্ষা করা হবে। একই সঙ্গে ক্রিকেটারদের জন্য নিরাপদ অনুশীলন গ্রাউন্ড ও ম্যাচ ভেন্যু নিশ্চিত করতে বলা হয়েছে এই গাইডলাইনে।
দূরত্ব বজায় রাখার ব্যাপারেও নির্দেশনা দিয়েছে আইসিসি। তারা জানিয়েছে করোনা প্রাদুর্ভাব কমাতে প্রতিটি ক্রিকেটারকে একে অপরের থেকে দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে। পাশাপাশি বলা হয়েছে অনুশীলনে গোসল কিংবা ড্রেসিংরুম ব্যবহার করা যাবে না ক্রিকেটারদের।
প্রতিটি ম্যাচের সময় যথাযথ চিকিৎসা ব্যবস্থা রাখারও নির্দেশ দিয়েছে আইসিসি। এছাড়াও দুই ওভারের মধ্যে খেলোয়াড়রা নিজেদের ব্যবহৃত ক্যাপ, তোয়ালে, সোয়েটার আম্পায়ারকে রাখতে দিতে পারবেন না বলে জানানো হয়েছে। আর বল ধরতে হলে আম্পায়ারকে গ্লাভস পড়তে হবে।
করোনাভাইরাস ঠেকাতে উদযাপনের ব্যাপারেও কড়াকড়ি নিয়ম চালু করেছে আইসিসি। বিশেষ করে ক্রিকেটারদের অপ্রয়োজনীয় স্পর্শ এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে তারা। এমনকি একটি ম্যাচে কোনো ক্রিকেটারের করোনা পজিটিভ হলে বাকিদেরও পরীক্ষা করতে হবে বলে নির্দেশ দেয়া হয়েছে।
প্রতিটি সফর এবং অনুশীলনের ব্যাপারে আইসিসি সংশ্লিষ্ট সরকারের হস্তক্ষেপ কামনা করছে। তারা জানিয়েছে যেকোনো সফরের আগে সরকারের অনুমতি এবং নির্দেশনা মানতে হবে বোর্ডগুলোকে। একই সঙ্গে ক্রিকেটারদের জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করতে বলা হয়েছে।
অনুশীলন ধাপে ধাপে করার ব্যাপারে জোর দিয়েছে আইসিসি। তাদের নির্দেশ মোতাবেক প্রতিটি অনুশীলন হবে মোট চারটি ধাপে। এক ধাপ থেকে অন্য ধাপে যাওয়া নির্ভর করবে সরকারের বিধিনিষেধের ওপর। প্রথম ধাপে একক পর্যায়ে অনুশীলন করবেন ক্রিকেটাররা।
এরপর দ্বিতীয় ধাপে সামাজিক দূরত্ব মেনে দুই জন অনুশীলন করতে পারবেন। তৃতীয় ধাপে দুই জনের বেশি খেলোয়াড় এবং একজন কোচ থাকতে পারবেন অনুশীলনে। শেষ ধাপে সামাজিক দূরত্ব বজায় রেখে পুরো দল এক সঙ্গে অনুশীলন করতে পারবে।