promotional_ad

শান্ত-রাব্বিরা দেশকে অনেক কিছু দেবে: মুমিনুল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ওয়ানডেতে সমীহজাগানিয়া দল হলেও টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স গড়পড়তা। অনেকেই মনে করেন বাংলাদেশে টেস্ট খেলার মানসিকতার ক্রিকেটারের শঙ্কট রয়েছে। যদিও টেস্ট অধিনায়ক মুমিনুল হক মনে করেন বেশ কয়েকজন ক্রিকেটারের সামর্থ্য রয়েছে সাদা পোষাকে ভালো করার।


মুমিনুল মনে করেন শান্ত, রাব্বি পিনাক ঘোষের মতো খেলোয়াড়দের অনেক কিছু দেয়ার আছে বাংলাদেশ দলকে। শুক্রবার (২২ মে) ক্রিকফ্রেঞ্জিকে দেয়া এক লাইভ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।



promotional_ad

মুমিনুল বলেন, 'বর্তমানে যারা আছে টেস্ট খেলছে তাদের ভেতর নাজমুল হোসেন শান্ত অনেক কিছু দিতে পারে বাংলাদেশকে। যদি সবকিছু ঠিকঠাক থাকে আরকি। আর ইয়াসির রাব্বি আছে। ও টেস্টে ভালো করবে আমার মনে হয়। ওপেনার একজন আছে পিনাক ঘোষ।'


সেই সঙ্গে লিটন দাসকে নিয়ে পুরাতন অভিজ্ঞতার প্রসঙ্গ টানেন টাইগার এই টেস্টের দলপতি।


তিনি বলেন, 'আমি আগেও একটা খেলোয়াড়ের কথা বলেছিলাম, এখন সে বাংলাদেশের টপ খেলোয়াড়। লিটন দাস। ওর কথা যখন বলেছিলাম তখন ও জাতীয় দলেও খেলেনি। একটা প্রস্তুতি ম্যাচ খেলেছিল ও।'



মুমিনুলের তালিকার তিন জন খেলোয়াড়ের ভেতর থেকে মাত্র একজন আন্তর্জাতিক অঙ্গনে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি হলেন নাজমুল হোসেন শান্ত। ২০১৭ সালে অভিষিক্ত হয়ে এখন পর্যন্ত ৪টি আন্তর্জাতিক টেস্ট খেলেছেন শান্ত। ৪১.১০ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ২০১ রান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball