এখনও রঙ্গিন জার্সিতে খেলার স্বপ্ন দেখেন মুমিনুল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিজেকে এক ফরম্যাটের ক্রিকেটার মানতে নারাজ মুমিনুল হক। বাংলাদেশের টেস্ট অধিনায়ক এখনও স্বপ্ন দেখছেন রঙ্গিন জার্সিতে দেশকে প্রতিনিধিত্ব করার। সে জন্য চেষ্টা চালিয়ে তিনি। মুমিনুল আশাবাদী, এই চেষ্টা এক সময় ওয়ানডে দলে ফিরে আসতে সাহায্য করবে তাঁকে।
রঙ্গিন জার্সিতে দেশের হয়ে ২৮টি ওয়ানডে এবং ৬টি টি-টোয়েন্টি খেলেছেন মুমিনুল। ছিলেন ২০১৫ সালের বিশ্বকাপ স্কোয়াডেও। সর্বশেষ দেশের হয়ে ওয়ানডে খেলেছেন ২০১৮ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে।

২০১৫ সালের পর ২ বছর বিরতি দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরেছিলেন মুমিনুল। যদিও কোন ম্যাচ খেলার সুযোগ হয়নি সেই সফরে। এর এক বছর পর নাজমুল হোসেন শান্ত এশিয়া কাপে চোট পাওয়ার সুযোগ পান এশিয়া কাপে।
মূলত এ দলের হয়ে নিয়মিত পারফর্ম করার কারণেই এশিয়া কাপের দলে ব্যাকআপ হিসেবে যোগ করা হয় তাঁকে। তবে ২ ম্যাচে মাত্র ১৪ রান করতে সক্ষম হয়েছিলেন এই ব্যাটসম্যান। দুবাইয়ে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টের পর দুই বছর ধরে দলের বাইরে আছেন তিনি।
শুক্রবার ক্রিকফ্রেঞ্জি লাইভে মুমিনুল হক বলেন, 'সত্যি কথা বলতে আমার কোনো সীমাবদ্ধতা নেই। যদি একটা ফরম্যাট নিয়েই চিন্তা করেন তাহলে জীবনে আগানো বা পর্যায়ক্রমে উন্নতি করাটা খুবই কঠিন। আমি এখনও স্বপ্ন দেখি আমি ওয়ানডে খেলবো। আল্লাহ যখন সহায় হবে ইনশাআল্লাহ তখন আমি খেলবো। মানুষ কি মনে করলো বা বললো, বা ওয়ানডে খেলোয়াড় না এই তকমা দিলো এগুলো বিষয় না।'
'এই তকমা আপনি নিজে গায়ে নিলে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি নিয়ে নেন এটা আপনার ভুল। দুনিয়াটা এমনই, এভাবেই জীবন চলে মানুষের। এটা আপনার নিজের ওপর, আপনি কিভাবে নিচ্ছেন। আমি এগুলো এভাবে নিচ্ছি না, মানুষ বলুক আমি প্রাধান্য দিচ্ছি না। খেলাটা উন্নত করার চেষ্টা করছি, এভাবে করতে করতে হয়তো ইন শা আল্লাহ সুযোগ পাবো।' আরও যোগ করেন টেস্ট অধিনায়ক।
রঙ্গিন জার্সিতে সুযোগের আশায় থাকলেও টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য মুমিনুল। গেল বছর সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ার পর তাঁর কাঁধে উঠেছে অধিনায়কত্ব। ৪০ টেস্টে ৪০.৮৫ গড়ে রান করেছেন ২ হাজার ৮৬০। ৯টি সেঞ্চুরি এবং ১৩টি হাফ সেঞ্চুরির মালিক এই টপ অর্ডার ব্যাটসম্যান।