promotional_ad

ধোনির বড় ভক্ত মাহমুদউল্লাহ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


মহেন্দ্র সিং ধোনি এবং মাহমুদউল্লাহ রিয়াদ দুজন দুই দেশের ক্রিকেটার। তবে জাতীয় দলের হয়ে দুজনেরই ভূমিকা এক। দুজনেই নিজ নিজ দলের ফিনিশারের ভূমিকায় ব্যাট করে থাকেন।


বৃহস্পতিবার (২১ মে) ক্রিকফ্রেঞ্জির লকডাউন লাইভ আড্ডায় মাহমুদউল্লাহ জানিয়েছেন, তিনি ধোনির দারুণ ভক্ত। সময় পেলেই ধোনির বিভিন্ন খেলার ভিডিও দেখেন তিনি। ধোনির সঙ্গে ব্যাটিং পজিশনের মিল থাকায় তাঁকে অনুসরণ করেন বলে জানালেন রিয়াদ।



promotional_ad

এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, 'আমি অনেক বড় ভক্ত ধোনির। যেভাবে সে নিজেকে কন্ট্রোল করে, উনিও পাঁচ ছয় নম্বরে ব্যাটিং করে ভারতীয় দলের জন্য। প্রায় সময়ই আমি যখন বসে থাকি সবসময় উনার অনেক ম্যাচ দেখি, লাইভেও দেখি। চেষ্টা করি বুঝতে সে নিজেকে কিভাবে তৈরি করে নিজের খেলাটা।'


৩৫০টি ওয়ানডে খেলা ধোনির ওয়ানডেতে ব্যাটিং গড় ৫০.৫৮। আর স্ট্রাইক রেটটা ৮৭.৫৬। যেকোনো ক্রিকেটারের জন্যই এমন পরিসংখ্যান দারুণ তৃপ্তিদায়ক। এটাই মাহমুদউল্লাহকে অনুপ্রাণিত করে।


 মাহমুদউল্লাহ বলেন, 'পঞ্চাশের উপরে এভারেজ ওয়ানডেতে। স্ট্রাইক রেট ৯০এর উপরে। এটা দুর্দান্ত। যেভাবে উনি কন্ট্রোল করে খেলা শেষ করে, আমাকেও এভাবে পাঁচ-ছয় নম্বরে ব্যাটিং করা লাগে। এই জিনিসগুলো উনার কাছ থেকে শেখার চেষ্টা করি। ক্রিকেটিং এরিনাতে আমার ইনফ্লুয়েন্সার উনি।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball