মানুষ পুড়লে শেখেঃ মাহমুদউল্লাহ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেই এক রানের হার এখনও পোড়ায় মাহমুদউল্লাহ রিয়াদকে। আবারও একই পরিস্থিতিতে সেই ম্যাচটি খেলার সুযোগ থাকলে বল উড়িয়ে না মেরে গ্যাপ বের করে দুই রানের জন্য খেলতেন তিনি।
ব্যাঙ্গালুরুতে সেদিন ভারতের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। চতুর্থ বলে মুশফিকুর রহিম আউট হওয়ার পর দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়েছিল মাহমুদউল্লাহর কাঁধে। কিন্তু পঞ্চম বলে হার্দিক পান্ডিয়ার ফুল টস বলকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেট অঞ্চলে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়ে বসেন এই ব্যাটসম্যান।
২২ বলে ১৮ রান করে তিনি বিদায় নিলে শেষ এক বলে ২ রান নিতে পারেনি বাংলাদেশ। বিশ্বকাপের মঞ্চে সেই হারের পর ড্রেসিং রুমে দলের সকলেই কেঁদেছিল বলে জানিয়েছেন তিনি। এছাড়া সেই ম্যাচে অনেক বড় রকমের শিক্ষা পেয়েছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলপতি।

বৃহস্পতিবার ক্রিকফ্রেঞ্জির লাইভে এসে ভয়ঙ্কর সেই ভুলের কথা জানিয়েছেন মাহমুদউল্লাহ। মানুষ পুড়লে শেখে, এ থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়েছেন তিনি। বিশ্বকাপের সেই আসরে মূল পর্বে জয়শুন্য থেকে দেশে ফিরতে হয়েছিলো মাশরাফি বিন মর্তুজার দলকে।
মাহমুদউল্লাহ বলেন, 'আমি চেষ্টা করবো গ্যাপ বের করে দুই রান নেয়ার। কারণ আমি জীবনের অন্যতম বড় শিক্ষা সেই ম্যাচ থেকেই নিয়েছি। আমি ভয়ঙ্কর রকমের ভুল করেছিলাম সেদিন। যখনই মনে হয় সব সময়ই এই ??িনিষটা আমাকে পুড়ায়।'
'অনেক কিছু শিখছি এই জিনিষটা থেকে। একটা কথা শুনেছিলাম ইউ বার্ন, ইউ লার্ন, আমি পুড়ে গেছিলাম সেদিন। হ্যাঁ আমি কেঁদেছিলাম, সবাই কেঁদেছিল ড্রেসিং রুমে ফিরে।' আরও যোগ করেন টি-টোয়েন্টি অধিনায়ক।
বিশ্বকাপের ২৫তম ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ১৪৬ রানের পুঁজি পেয়েছিল ভারত। জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামা বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয়।
বিশ্বকাপের সেই আসরে ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেমিফাইনালে এই ক্যারিবিয়ানদের কাছে হেরেই বিদায় নেয় বাংলাদেশের স্বপ্নভঙ্গ করা ভারত। রানার্স আপ হয়েছিল ইয়ন মরগানের ইংল্যান্ড।