promotional_ad

তামিম জানালেন সাকিব কেন নেই

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


তামিম ইকবালের ফেসবুক আড্ডায় এখন পর্যন্ত দেখা যায়নি সাকিব আল হাসানকে। দেশের সেরা অলরাউন্ডার এবং তামিমের ঘনিষ্ঠ বন্ধু সাকিবের অনুপস্থিতি জনমনে সঞ্চার করেছে নানা প্রশ্নের।


অনেকে মনে করছেন সাকিব-তামিমের বন্ধুত্বে কোনো কারণে ফাটল ধরেছে। আবার কতিপয় ইতিবাচক ক্রিকেট প্রেমীর ধারণা তামিমের লাইভ সেশনের শেষ পর্বে থাকতে পারেন সাকিব। এসব নানা জল্পনা কল্পনার মাঝেই এবার মুখ খুলেছেন তামিম। 



promotional_ad

জাতীয় দলের এই ওপেনার নিজেই খোলাসা করেছেন বিষয়টি। জানিয়ে দিয়েছেন লাইভে তাঁর সঙ্গে আপাতত আড্ডা হচ্ছে না সাকিবের। এর পেছনে কারণও ব্যাখ্যা করেছেন তিনি। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে আজকের লাইভ সেশন শেষে তামিম জানিয়েছেন মূলত ব্যক্তিগত কারণে লাইভ সেশনে যোগ দিতে পারছেন না সাকিব।


তামিম বলেন, 'আমাদের শেষ পর্ব হবে শনিবার। সবাই একটি কথা বলছিলেন যে সাকিব কেন থাকছেন না।  আমি বিষয়টি পরিষ্কার করতে চাই। তাঁর সঙ্গে সাত আটদিন আগে যোগাযোগ করেছিলাম। আমি চাইছিলাম পাঁচজন মিলে শো করতে। কিন্তু ব্যক্তিগত কিছু কারণে সাকিব যোগ দিতে পারছে না। এটি নিয়ে বেশি আলোচনা করার দরকার নেই। মানুষের ব্যক্তিগত কাজ থাকতেই পারে। তবে আমরা বাকি চারজন থাকছি। আমরা বাকিদের কাছে কৃতজ্ঞ যে তারা রাজি হয়েছে। আমরা ২৩ তারিখ শেষ পর্বটি করবো। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন।' 


করোনাভাইরাসের কারণে লকডাউনে রয়েছেন দেশের অধিকাংশ মানুষ। এমতাবস্থায় সকলকে আনন্দ দিতে প্রায়শই ফেসবুক লাইভে আসছেন তামিম ইকবাল। জাতীয় দলের এই ওপেনার এরই মধ্যে দেশ এবং বিদেশের অনেক তারকা ক্রিকেটারের সঙ্গেই লাইভে আড্ডা দিয়েছেন।



এই তালিকায় বিদেশিদের মধ্যে ভারতের রোহিত শর্মা, বিরাট কোহলি ছাড়াও রয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি। আজ কিউই দলপতি কেন উইলিয়ামসনকেও আড্ডায় নিয়ে আসেন তামিম। নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্যের কারণে বিকেল তিনটায় লাইভে আসেন তামিম। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball