বিশ্বকাপ পিছিয়ে গেলেই খুশি ডমিঙ্গো!

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
করোনাভাইরাসের কারণে ঝুলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য। যদিও বিশ্বকাপ আয়োজনে আশাবাদী স্বাগতিক অস্ট্রেলিয়া। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি) আশা করছে যথাসময়ে অস্ট্রেলিয়ায় বসবে সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে ২৮ মে আইসিসির সভা শেষে জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত।
বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো মনে করেন, বিশ্বকাপ পেছালে বাংলাদেশের জন্য ইতিবাচক হবে। তাহলে নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বকাপে অংশ নিতে পারবেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারের নিষেধাজ্ঞা শেষ হবে এ বছরের ২৯ অক্টোবর।

সূচি অনুযায়ী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। তাই সাকিবের বিশ্বকাপে খেলা নিয়ে রয়েছে শঙ্কা। এমন অবস্থায় করোনাভাইরাস মঙ্গল বয়ে আনতে পারে বাংলাদেশ দলের জন্য। তবে বিশ্বকাপ পেছালে আবারও নতুন করে পরিকল্পনা সাজাতে হবে বাংলাদেশকে, এটাও জানিয়ে দিলেন বাংলাদেশের প্রধান কোচ।
ডমিঙ্গো বলেন, 'শেষ ৬-৭ মাস আমরা শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েই কথা বলেছি। কারণ এটাই আমাদের পরবর্তী বড় ইভেন্ট। আশা করছি বিশ্বকাপ হবে। আমাদেরকে আরও এক-দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে।'
'যদি এটা না হয় তাহলে আমাদের আবার নতুন করে সব শুরু করতে হবে। আমাদের পরিকল্পনা সাজাতে হবে আবারও। আর যদি বিশ্বকাপ পিছিয়ে যায় তাহলে আমরা সাকিবকে পাচ্ছি, যা আমাদের জন্য অনেক ইতিবাচক একটা দিক।' আরও যোগ করেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা ওঠার কথা ১৮ অক্টোবর। একদিন পর থেকে অভিযান শুরু করবে বাংলাদেশ। প্রথম রাউন্ডে নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়ার মুখোমুখি হবেন টাইগাররা। এ রাউন্ড উৎরাতে পারলেই সুপার ১২-এর টিকিট পাবেন তারা।