পঞ্চাশ হুইলচেয়ার ক্রিকেটারের পাশে মুশফিক

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
এবার হুইলচেয়ার ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন মুশফিকুর রহিম। মোট ৫০জন ক্রিকেটারকে ঈদের আগে আর্থিক সহায়তা দিয়েছেন তিনি। মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে সবার কাছে অর্থ পৌঁছে দিয়েছেন মুশফিক।
হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিন ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, আন্তর্জাতিক এবং জাতীয় মিলিয়ে মোট ৫০জনকে অর্থ সহায়তা দিয়েছেন মুশফিক। যা করোনার এই সঙ্কটকালে অনেক সাহায্যে আসবে তাঁদের।

মহসিন বলেন, 'করোনার এই বিপদের মাঝে মুশফিক ভাই আমাদের সাহায্য করেছেন। এই সঙ্কটের মুহূর্তে তিনি পাশে থাকায় আমাদের শক্তি আরও বেড়ে গেছে। আমাদের আন্তর্জাতিক এবং জাতীয় মিলিয়ে মোট ৫০জনকে সহায়তা করেছেন তিনি।'
'এই সাহায্য পেয়ে সবাই অনেক আনন্দিত। সকলেরই এই বিপদে কাজে আসবে। মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে বিকাশের মাধ্যমে সবাইকে আলাদা আলাদা করে অর্থ পাঠিয়েছেন মুশফিক ভাই।' আরও যোগ করেন হুইলচেয়ার ক্রিকেট দলের এই অধিনায়ক।
গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হুইল চেয়ার অ্যাসোসিয়েশনকে আর্থিক সহায়তা দিয়েছিল। এই বিষয়ে জালাল ইউনুস বলেছিলেন, 'হুইল চেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনকেও আমরা কিছু আর্থিক সাহায্য করেছি।'
'তারা আমাদের কাছে আবেদন করেছে। তারা খুব গরীব ঘরের ছেলে, খুব কষ্টে আছে। এদেরও আমরা চাচ্ছি একটা সাহায্য করতে, পরিচালকদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন আমাদের সভাপতি।' আরও যোগ করেন তিনি।