শ্রীলঙ্কা সফর নিয়ে শঙ্কা দেখছেন জালাল ইউনুস

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কদিন আগেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে তারা বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে প্রস্তুত। জুনের শেষ দিকে ভারত ও জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দুটি নির্ধারিত সময়েই আয়োজন করতে চায় তারা। যদিও আসন্ন এই সিরিজটি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির পরিচালক এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, করোনা ভাইরাসের তান্ডবের মধ্যে এখন শ্রীলঙ্কা সফরে যাওয়া খুবই কঠিন। তাই এখনও তারা সফরটি নিয়ে সিদ্ধান্ত নেননি।

ক্রিকফ্রেঞ্জির সঙ্গে মুঠোফোনে জালাল ইউনুস বলেছেন, 'আমরা এখনও এ নিয়ে কিছু আলোচনা করিনি। তারা বলেছে যে তারা আমাদের আমন্ত্রণ জানাতে প্রস্তুত, তবে আমরা সিরিজটি নিয়ে এখনও কিছু ভাবিনি। শ্রীলঙ্কা এবং বিশ্বের বর্তমান পরিস্থিতিতে সিরিজটি খেলা কঠিন।'
লঙ্কানদের বিপক্ষে সিরিজটি নিয়ে বোর্ডে আলোচনা হবে বলে জানিয়েছেন এই পরিচালক। তিনি বলেন, 'বোর্ড এই সফরের ভাগ্য নির্ধারণ করবে। ইতোমধ্যে কোভিড-১৯ ভাইরাসের কারণে আমরা অনির্দিষ্টকালের জন্য পাকিস্তান এবং আয়ারল্যান্ডে সফর স্থগিত করেছি। আমাদের বোর্ড সভাপতি আছেন, তিনি বোর্ডে বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আমরা এখনও বিষয়টি নিয়ে আলোচনা করিনি।'
বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার এই সিরিজ আয়োজনের পথে একটি বড় শঙ্কার জায়গা বিমান যোগাযোগ। শুধু ক্রিকেট বোর্ড চাইলেই হবে না, দুই দেশের সরকারেরও অনুমতি লাগবে সিরিজ আয়োজনে। শ্রীলঙ্কায় এখনও ভ্রমন নিষেধাজ্ঞা শেষ হয়নি। সেই সঙ্গে ক্রিকেটারদের স্বাস্থ্য নিরাপত্তার বিষটিও বেশ গুরুত্বপূর্ণ।
এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, 'তারা চায় আমরা সফরটি করি কারণ তাদের অবস্থা বেশ ভালো। তবে আমাদের এখানে অবস্থা ভালো নয়। আমাদের নিরাপত্তার বিষয়টিও বিবেচনা করতে হবে এবং করোনার সময় আমাদের সুরক্ষাও যাচাই বাছাই করতে হবে। খেলোয়াড়দের প্রস্তুতি নিতে হবে এবং আমাদের ফ্লাইটের বিষয়গুলোও বিবেচনা করতে হবে।'