promotional_ad

রঘু বদলে দিয়েছেন কোহলি-রোহিতদের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ভারতের থ্রোডাউন স্পেশালিস্ট ডি রাঘবেন্দ্র। ভারতীয় দলের সবাই তাঁকে রঘু বলেই ডাকে। তাঁর বিশেষত্ব হলো তিনি সাইডআর্মে ১৫০-১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল ছুড়তে পারেন। মূলত তাঁর ছোড়া বলের সামনে অনুশীলন করেই বিরাট কোহলি-রোহিত শর্মারা পেস বোলিং মোকাবিলার প্রস্তুতি নেন।


সোমবার (১৮ মে) তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভে আড্ডা দিয়েছেন কোহলি। সেখানেই এসব কথা বলেছেন তিনি। ২০১১ সাল থেকেই ভারতীয় দলের অংশ হয়ে আছেন এই থ্রোডাউন স্পেশালিস্ট। এর পর থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের পেস বল খেলার দীক্ষা দিয়ে যাচ্ছেন তিনি।



promotional_ad

রঘু প্রসঙ্গে কোহলি বলেন, 'আমি বিশ্বাস করি ২০১৩ সাল থেকে আমাদের দলের ফাস্ট বোলিং মোকাবেলা করার ব্যাপারে যে উন্নতি হয়েছে সেটা রঘুর কারণে। তার ফুটওয়ার্ক সম্পর্কে দারুণ ধারণা আছে, প্লেয়ারদের ব্যাট মুভমেন্ট সম্পর্কেও ধারণা আছে। সে তার স্কিলকে এতটাই উন্নত করেছে যে সাইডআর্ম দিয়ে সে অনায়াসে ১৫৫ কিলোমিটার প্রতি ঘন্টায় বল ছুড়তে পারে।'


ভারতীয় ব্যাটসম্যানরা সারা বিশ্বের সব গতি তারকাদের নাভিশ্বাস তুলে ফেলেন। এর পেছনে রয়েছেন এই রঘু। কোহলি জানিয়েছেন, রঘুর বল মোকাবেলার পর বিশ্বের যেকোনো গতি তারকার বল তাদের কাছে অনেক ধীর মনে হয়। তাই হাতে অনেক সময় পাওয়া যায়।


কোহলির ভাষ্য, 'মানুষ বোঝে না, মনে করে আমরা নিজেরাই এত ভালো খেলছি। কিন্তু তারা জানে না, এর পেছনে কে আছে। রঘুর অবদান অনস্বীকার্য। পেসারদের বিপক্ষে আমাদের ব্যাটিংয়ের উন্নতিটা তার জন্যই হয়েছে। রঘুকে নেটে খেলার পর যখন তুমি ম্যাচ খেলতে যাবে তখন তুমি অনুভব করতে পারবে যে তোমার হাতে অনেক সময় আছে (গতি তারকাদের খেলার জন্য)।'
 




 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball