আবারো আলোচনায় বলে লালার ব্যবহার

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেট বলে লালার ব্যবহার নিয়ে বেশ কিছুদিন থেকেই তুমুল আলোচনা চলে আসছে। বলে উজ্জ্বলতা বৃদ্ধি করতে অনেক আগেই থেকেই লাল ব্যবহার করে আসছেন বোলাররা।
এবার করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকায় চিরাচরিত এই নিয়মে পরিবর্তন আনার কথা ভাবছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সোমবার (১৮ মে) অনিল কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিসির সভায় লালার ব্যবহার নিষিদ্ধ করার পক্ষে ভোট দেয়।

এর পরিপ্রেক্ষিতে একমত পোষণ করেছেন আইসিসির মেডিকেল উপদেষ্টা কমিটির প্রধান পিটার হারকোর্ট। তিনি জানিয়েছেন লালার ব্যবহার ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়াতে পারে বিধায় এর ব্যবহার অনতিবিলম্বে বাদ দেয়া উচিত।
অবশ্য লালার ব্যবহার নিষিদ্ধ করার ক্ষেত্রে সকলে একমত থাকলেও ঘাম ব্যবহারে সমস্যা দেখছে না আইসিসির মেডিকেল কমিটি। তাদের দেয়া তথ্য মতে ঘামের মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা কম। আর তাই এটি ব্যবহার করতে পারেন বোলাররা।
বলে লালার ব্যবহার নিয়ে এরই মধ্যে অনেক সাবেক ক্রিকেটার নিজেদের মতামত প্রকাশ করেছেন। এই তালিকায় রয়েছেন কিংবদন্তী মাইকেল হোল্ডিং এবং ওয়াকার ইউনুসও। লালা ব্যবহারে কোনো প্রকার সমস্যা দেখছেন না তারা।