promotional_ad

আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছেন সাকিব ভাই - নাসির

ছবিঃ ফাইল ছবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


২০১১ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে হারাতেতে ওয়ানডে ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন নাসির হোসেন। একই বছরের অক্টোবরে  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকায় টি-টোয়েন্টিতে এবং চট্টগ্রামে টেস্টে অভিষেক ঘটে ফিনিশার হিসেবে খ্যাত এই মিডল অর্ডার ব্যাটসম্যানের।


ক্রিকেটাঙ্গনে ব্যাড বয় হিসেবে পরিচিত এই খেলোয়াড় ক্যারিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত পার করেছেন অনেক উত্থান পতন। ক্যারিয়ারের ভালো সময়ে তো বটেই, খারাপ সময়েও সব সময় তিনি সাপোর্ট পেয়েছেন দলের সিনিয়রদের কাছ থেকে। তবে সবচেয়ে বেশি সাপোর্ট তিনি পেয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছ থেকে।


সম্পতি ক্রিকফ্রেঞ্জিকে দেয়া এক লাইভ সাক্ষাৎকারে নাসির এ কথা জানান। তাঁর ভাষ্যমতে ক্যারিয়ারের শুরু থেকে নিজের শেষ খেলাটি পর্যন্ত সাকিব আল হাসান তাকে সাপোর্ট দিয়ে গেছেন সবচেয়ে বেশি। লাইভে সাকিব আল হাসানের প্রসঙ্গ উঠতেই তিনি এমনটাই জানান।



promotional_ad

ক্যারিয়ারের শুরুতেই নাসির দলে পেয়ছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো সিনিয়র খেলোয়াড়দের। যাদের কিনা নতুনদের সাপোর্ট দেয়ার ক্ষেত্রে বেশ সুনাম রয়েছে। সেই সঙ্গে অধিনায়ক হিসেবে পেয়েছেন দেশ সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহীম এবং সাকিব আল হাসানকে।


নাসির বলেন, 'সাকিব ভাইর কথা যেহেতু উঠেছে, আমি বলতে চাই জাতীয় দলে যতদিন খেলেছি উনি আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন।'


সেই সঙ্গে নাসির মনে করেন পুরো ক্রিকেট ক্যারিয়ারে তিনি সাকিবের মতো শক্ত মানসিকতার মানুষ আর দেখেননি। এই তালিকায় নাসির রেখেছেন জাতীয় দলের আরেক পেসার মুস্তাফিজ রহমানকেও। ঘরোয়া এবং আন্তর্জাতিক দুই অঙ্গনেই এই দুইজনকেই সর্বাধিক শক্ত মানসিকতা সম্পন্ন ক্রিকেটার মানছেন তিনি।


নাসির বলেন, 'আর আমার চোখে দেখা মানসিকভাবে শক্ত মানুষ তিনি। এছাড়া মুস্তাফিজ আছে। বাংলাদেশে যত খেলোয়াড় আছে, ঘরোয়া বলেন বা যে লেভেলেই বলেন না কেন এই দুজন সবচেয়ে বেশি মানসিক দিক দিয়ে শক্ত।'



২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন নাসির। নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছেন ২০১৮ সালে। এরপর আন্তর্জাতিক অঙ্গনে দেখা যায়নি এই অলরাউন্ডারকে। ফর্মে না থাকায় বাদ পড়েছেন বিসিবির চলতি বছরের কেন্দ্রীয় চুক্তি থেকেও।


১৯ টেস্ট, ৬৫টি ওয়ানডে এবং ৩১টি টি-টোয়েন্টি খেলে নাসির রান করেছেন মাত্র ২৬৯৫। নিজের নামের পাশে লিখিয়েছেন ২টি শতক এবং ১৪টি অর্ধশতক। অপরদিকে ৩৯৩ ওভার বোলিং করেও খুব একটা সুবিধা করতে পারেননি এই পার্ট টাইম বোলার। ঝুলিতে পুরেছেন মাত্র ৩৯টি উইকেট। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball