এখনও স্বপ্নলোকের জগতে বিচরণ মোসাদ্দেকের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ক্রিকেটের ময়দানে দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন সবাই দেখেন। কারো স্বপ্ন পূরণ হয় আবার কারোটা থেকে যায় অধরা। শুধু প্রতিনিধিত্ব নয়, বড় মঞ্চে দেশকে জয় উপহার দেয়াটাও যে বড় কাজ। ঠিক বছরখানেক আগে এমনই এক জয় দিয়ে স্বপ্নপূরণ করেছেন মোসাদ্দেক হোসেন। তাও আবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে।
২০১৯ সালের ১৭ মে আয়ারল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম ত্রিদেশীয় সিরিজ জয়ের স্বাদ পায় মাশরাফি বিন মর্তুজার দল। বিদেশের মাটিতে এই শিরোপা জয় বিশ্বকাপ শুরুর আগে বড় আত্মবিশ্বাস দিয়েছিল বাংলাদেশ শিবিরে।
ত্রিদেশীয় সেই সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ। ফাইনালে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ২৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫২ রানের পুঁজি পায় ক্যারিবিয়ানরা। বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২১০ রান। ৩ উইকেট হারিয়ে ৭ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌছায় টাইগাররা।

ওপেনার সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ৬৬ রান। তবে ২৭ বলে অপরাজিত ৫২ রানের ইনিংস খেলে সব আলো নিজের দিকে কেড়ে নেন মোসাদ্দেক। তার এই ঝড়ো ইনিংসের সুবাদেই ট্রফি জয়ের কাজটা সহজ হয়ে যায় সাকিব বিহীন বাংলাদেশের। কারণ ফাইনালের আগের ম্যাচে চোটে পড়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। যে কারণে তাঁকে ছাড়াই ফাইনালে লড়তে হয়েছিলো বাংলাদেশকে।
অসাধারণ এই ব্যাটিংয়ের পাশাপাশি ২ ওভার বোলিং করে ২ রান দেন মোসাদ্দেক। ফাইনালের ম্যাচ সেরাও হয়েছিলেন তিনি। দেশের প্রথম ত্রিদেশীয় সিরিজ জেতানো ২৪ বছর বয়সী এই ক্রিকেটার ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন, ফাইনাল জয়ের পর থেকে এখন পর্যন্ত প্রতিটি দিন স্বপ্নের মতো মনে হয়েছে তার।
এই স্বপ্নের রেশ এখনও কাটেনি তার। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ তার সঙ্গে ক্রিজে থাকায় কাজটা সহজে করতে পেরেছিলেন মোসাদ্দেক। তিনি বলেন, 'খেলার আগে এতোকিছু বুঝিনি, ফাইনাল ম্যাচ ভেবেই মাঠে নেমেছিলাম।'
'খেলা শেষ হওয়ার ??র সেই দিন থেকে এখন পর্যন্ত প্রতিটি দিনকে স্বপ্নের মতো মনে হয়। যখন থেকে ব্যাটে বল লাগা শুরু করছে তখন থেকেই আত্মবিশ্বাসী ছিলাম। রিয়াদ ভাই যেহেতু সঙ্গে ছিলেন, মনে হচ্ছিলো জিতে যাবো, একবারও পরাজয়ের কথা মাথায় আসেনি।' আরও যোগ করেন এই ক্রিকেটার
বাংলাদেশের জার্সিতে ৩৫টি ওয়ানডে খেলেছেন মোসাদ্দেক। কোনো সেঞ্চুরি না হাঁকালেও ২টি হাফ সেঞ্চুরি রয়েছে তার ঝুড়িতে। এছাড়া ৩টি টেস্ট এবং ১৪টি টি-টোয়েন্টি ম্যাচে দেশকে প্রতিনিধিত্ব করেছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।