সাত নম্বরেই চোখ মোসাদ্দেকের

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের ব্যাটিং অর্ডারে উপরের দিকে অভিজ্ঞদের আধিক্য। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদরা ব্যাটিং করেন এক থেকে ছয় নম্বরের মধ্যে। আর সাত নম্বরে খেলা ক্রিকেটারের দায়িত্ব থাকে দ্রুত রান তোলা দলের প্রয়োজনে।
এই জায়গায় সাব্বির রহমান এবং মোসাদ্দেক হোসেনকেই বেশি প্রাধান্য দেয়া হয়েছে সাম্প্রতিক সময়ে। সাব্বির বেশ কিছুদিন ধরেই দলের বাইরে। এর ফলে এই জায়গায় এখন নিয়মিত খেলতে হবে মোসাদ্দেক হোসেনকে। সেই লক্ষ্যেই নিজেকে তৈরি করছেন তিনি।

সম্প্রতি ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে মোসাদ্দেক বলেন, 'আমি যতদিন খেলছিলাম আমার মনে হয় সব ঠিকঠাক ছিল। ওই জায়গাটায় যারা ব্যাটিং করে বিশ্ব ক্রিকেটে সবাই জানে যে খুব কঠিন একটা জায়গা। এই জায়গাটায় সেট হওয়াটাও খুব কঠিন। আমি যতদিন ফিট ছিলাম, দলের জন্য যতটুকু দরকার চেষ্টা করেছি।'
বিশ্ব ক্রিকেটে সাত নম্বর ব্যাটসম্যানের গুরুত্ব অনেক। এই পজিশনে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই থিতু হতে পারছেন না। মোসাদ্দেক অবশ্য এই জায়গায় নিজেকে প্রমাণ করতে আশাবাদী।
তাঁর ভাষ্য, 'অনেক উত্থান পতন ছিল। অনেক সময় হয়েছে অনেক সময় হয়নি। এটা খুবই চ্যালেঞ্জিং একটা জায়গা। প্রিমিয়ার লিগটা যদি ভালো ভাবে শেষ করতে পারি আশা করি আমি আবার আগের জায়গায় ফিরতে পারবো। ওই জায়গাটায় বাংলাদেশের জন্য কিছু করবো ইনশাল্লাহ।'
ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই উপরে ব্যাটিং করেন মোসাদ্দেক। জাতীয় দলের হয়েও উপরে খেলতে চান এই ডানহাতি ব্যাটসম্যান। যদিও টিম ম্যানেজমেন্টের প্রয়োজনে সাত নম্বরের জন্যই নিজেকে প্রস্তুত করবেন মোসাদ্দেক।
তিনি বলেন, 'প্রিমিয়ার লিগে আমি সবসময় উপরে ব্যাটিং করি। টিম ম্যানেজমেন্ট কিভাবে চিন্তা করছে সেটা আমি জানি না। আমি অবশ্যই উপরে ব্যাটিং করতে চাই। সেটা হচ্ছে না। হয়তো টিম ম্যানেজমেন্টের অন্য কোনো পরিকল্পনা আছে। দল সাত নম্বরে খেলালে আমি ওইভাবেই নতুন করে তৈরি হবো।'