জাতীয় দলের সেরা দুই স্লেজারের নাম জানালেন মুশফিক

ছবি: ছবিঃ ফাইল ছবি

|| ডেস্ক রিপোর্ট ||
স্লেজিং। ক্রিকেটের ঐতিহ্যবাহী একটি অংশ নিসেবে বিবেচিত। ক্রিকেট খেলা হবে আর সেখানে স্লেজিং হবে না সেটা সেটা চিন্তা করাটাই দুষ্কর। প্রতিপক্ষের খেলোয়াড়দের চাপে রাখতে প্রায়শই স্লেজিংয়ে মেতে উঠেন ক্রিকেটাররা। কখনো একজন কখনোবা পুরো দল মিলে যোগ দেন স্লেজিংয়ে।
বিশ্বের ক্রিকেট দলগুলোর ভেতর স্লেজিংয়ে খ্যাতি রয়েছে অস্ট্রেলিয়া এবং ভারতের। তবে এই দিক দিয়ে ভারত কিছুটা এগিয়ে। কেননা সিনিয়র-জুনিয়র সব লেভেলের ভারতীয় ক্রিকেটাররা বেশ দুর্দান্তভাবে করেন এই কাজটি। তবে এই কাজে পিছিয়ে নেই বাংলাদেশও।
টাইগার ক্রিকেটাররাও বেশ স্লেজিং করে থাকেন মাঠে। এই কথা স্বীকার করেছেন জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সম্প্রতি একটি ফেসবুক লাইভে এসে তিনি এ কথা জানান।

লাইভের সঞ্চালক মুশফিককে প্রশ্ন করেছিলেন, ‘আচ্ছা, আপনারা কি স্লেজিং করেন না? এই কাজে সবচেয়ে বেশি দক্ষ কে? টিম মিটিংয়ে কাউকে দায়িত্ব দেয়া হয় না? প্রতিপক্ষ ক্রিকেটারদের উত্তপ্ত করার দায়িত্ব কার কার ওপর বর্তানো আছে?’
এসব প্রশ্নের উত্তরে মুশফিক জানান, টাইগাররাও স্লেজিং করেন। এবং এই কাজে তিনি নিজেও কম যান না।
এ সময় ২০০৭ বিশ্বকাপে সৌরভ গাঙ্গুলিকে স্লেজিংয়ের স্মৃতিচারণ করেন মুশি। তিনি বলেন, ‘আমি বলেছিলাম- দাদা, অনেক রান তো করলেন। আমরা ছোট ভাই, আমাদের সাথে একটু কম রান করেন না দাদা। প্রথমে কিছু না বললেও পরের বার বলে ওঠেন- তোরা এখন আর ছোট নেই। তোরা এখন অনেক বড় হয়ে গেছিস।’
মুশফিক আরও জানান দলে তামিম এবং নাসির এই দুইজন স্লেজিংয়ে বেশ সিদ্ধহস্ত। তবে এদের দুইজনের স্লেজিংয়ের ধরন সম্পূর্ণ ভিন্ন। তামিম বেশ ট্যাকটিক্যাল স্টাইলে স্লেজ করেন। আর নাসির সারাক্ষণ বাংলায় কথা বলতেই থাকেন। সেই সাথে নানা অঙ্গভঙ্গি তো রয়েছেই।
মুশফিক বলেন, ‘আসলে আমাদের দলের স্লেজিং সে ভাবে হয় না। আমাদের উগ্র স্লেজিং করার কেউ নেই। তামিম মাঝে মাঝে বলে। তবে সেটাও কৌশলে। নাসিরও অনেক কথা বলতো। নাসির তো সমানে বাংলা বলতেই থাকতো। তার অঙ্গভঙ্গি একটু অন্যরকম থাকতো। এছাড়া আরও কয়েকজন আছে। মাঝে মধ্যে একটু বলতো। এমনিতে আমাদের দলে অস্ট্রেলিয়ানদের মত স্লেজিং স্পেশালিস্ট কেউ নেই।’