promotional_ad

লিখে একি করলেন নাসির হোসেন, ভেতরে কিছুই নেই...

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


২২ গজে খেলে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন নাসির হোসেন। দুর্দান্ত সব পারফরম্যান্সে জাতীয় দলের 'দ্য ফিনিশার' হয়ে উঠেছিলেন তিনি। অথচ এই নাসিরই এখন জাতীয় দলের ব্রাত্য। ব্যক্তিগত জীবনে বিভিন্ন বিতর্কে জড়িয়ে সংবাদের শিরোনাম হয়েছেন।


যদিও নাসিরের দাবি সামাজিক যোগাযোগমাধ্যম এবং ইউটিউবে তাঁকে নিয়ে গুজব ছড়িয়েছে বেশি। ছোটো ছোটো অনেক কিছু অনেক বড় করে প্রচার করা হয়েছে। এজন্য কিছু নির্দিষ্ট ইউটিউবারের কড়া সমালোচনা করেছেন এই অলরাউন্ডার।



promotional_ad

এ প্রসঙ্গে নাসির বলেন, 'আমাকে নিয়ে যেটা হয়েছে মানুষ আমাকে নিয়ে বেশি গসিপ করা শুরু করেছে। আমি যদি তিল করি মানুষ এটাকে তাল বানায়। কিছু কিছু ইউটিউবার আছে আমার নাম বেঁচে তারা টাকা কামাই করছে। কিছু হইলেই তারা এমন ভাবে নিউজটা করে, কি না কি হয়ে গেছে। আল্লাহ সবাইকে হেদায়েত দিক।'


নাসির জানিয়েছেন, এমনও সংবাদ শিরোনাম হয়েছে, 'একি করলেন নাসির হোসেন'। নিউজের ভেতরে কিছুই ছিল না। যদিও এগুলোকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না এই অলরাউন্ডার।


নাসির বলেন, 'এমন এমন নিউজ করে, যেটা অযোক্তিক নিউজ। মানুষের চিন্তায়ও আসে না এমন নিউজ করে বসে আছে। কিছু হলেই একি করলেন নাসির হোসেন। অথচ ভেতরে ঢুকে দেখবেন কিছুই নাই।'



এই অলরাউন্ডার জানিয়েছেন, তিনি কখনও তিনি শৃঙ্খলা ভঙ্গ করেননি। জাতীয় দলের অনুশীলনে কোনো দিন এক মিনিটও দেরি করেননি তিনি।  এরপরও কেন তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ তিনি সেটা জানেন না। 


নাসিরের ভাষ্য, 'আপনি আমাকে একদিন দেখান আমি ডিসিপ্লিন ছিলাম না। আমার পার্সোনাল আছে। এমন না যে খেলা চলছে, আমি সারারাত ঘুরি। আমার মনে হয় না জাতীয় দলের খেলা থাকা অবস্থায়, অনুশীলন থাকা অবস্থায় কিছু করিনি। কেউ বলতে পারবে না আমি কোনোদিন জাতীয় দলের অনুশীলন ফাকি দিয়েছি। কেউ বলতে পারবে না আমি অনুশীলনে এক মিনিট দেরি করে আসছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball