'মওকা মওকা' আনন্দ দিয়েছে নাসিরকে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ-ভারত; ক্রিকেটাঙ্গনের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। এই দুই দেশের খেলা নিয়ে হরহামেশাই নানা হাস্যরসের উৎপত্তি হয়। যেমনটা হয়েছিল ২০১৫ সালের দিকে। সে সময় বাংলাদেশ ভারত সিরিজ এবং বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় গণমাধ্যমে মওকা মওকা নামক একটি গানের উৎপত্তি হয়েছিল। তবে সেটি অবশ্যই বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করে।
বাংলায় একটি প্রবাদ প্রচলিত রয়েছে। কারো জন্য গর্ত খুড়লে সেই গর্তে নিজেরই পরা লাগে। এর প্রমাণ পাওয়া যায় সে সময়কার বাংলাদেশ-ভারত সিরিজে। বাংলাদেশকে চড়মভাবে পরাজিত করার আশায় বাংলাদেশে এসে হেরে বসে ভারত। ব্যাস আর যায় কোথায়।

বাংলাদেশের জন্য যেই মওকা মওকা গানের প্রচলন ভারত ঘটিয়েছিল, সেই গান তাদেরই শুনতে হয়।
ম্যাচ জেতার পর গ্যালারি থেকে বাংলাদেশের দর্শকদের সম্মিলিত সেই সুর আজও কানে বাজে জাতীয় দলের ফিনিশার হিসেবে খ্যাত নাসির হোসেনের। তিনি বলেন, তাঁর কাছে সেই মুহূর্তটা ছিল অসাধারণ। রবিবার (১৭ মে) ক্রিকফ্রেঞ্জিকে দেয়া এক লাইভ সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
নাসির বলেন, 'ঐটা (মওকা মওকা করাটা) আমার কাছে খুব ভালো লেগেছে। পুরো ভারত দল ড্রেসিংরুমে হেঁটে হেঁটে যাচ্ছে। পুরো গ্যালারি থেকে ক্রাউড বলছে মওকা মওকা।'
সেই সিরিজে কোহলির সঙ্গে ঘটে যাওয়া আকস্মিক ঘটনার কথাও তিনি জানান এ সময়। একই সঙ্গে ম্যাচের সেই সময় কোহলির উইকেট পেয়ে বেশ খুশি হয়েছিলেন বলেও জানান টাইগার এই মিডল অর্ডার ব্যাটসম্যান। নাসিরের ভাষ্যমতে, ম্যাচের সে সময় কোনো স্লেজিংয়ের ঘটনা ঘটেনি।
নাসির বলেন, 'ওকে (কোহলি) আমি স্লেজিং করি নাই। কোহলির সঙ্গে আমি অনূর্ধ্ব-১৯ খেলেছিলাম। জিনিসটা আছে না মাঠের ভেতর একটা আগ্রাসী মনোভাব থাকে ঐটা ও দেখিয়েছে। ওর সাথে আমার তেমন কিছু হয়নি। না আমি স্লেজিং করেছি না ও করেছিল। তবে ওকে আউট করে খুশি হয়েছিলাম অনেক। ওর উইকেটটা আমাদের খুব দরকার ছিল।'