মনে হয়েছিল অধিনায়কত্ব করার এটাই সেরা সময়: মুমিনুল

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার পর গত বছর হুট করেই টেস্টে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয় মুমিনুল হককে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অধিনায়কত্বের প্রস্তাব পাওয়ার পর সেটা লুফে নিতে দ্বিধা করেননি মুমিনুল।


মূলত তামিম, মাহমুদউল্লাহ এবং মুশফিকদের মতো সিনিয়র ক্রিকেটাররা দলে থাকায় নিজের কাজটি অনেক সহজ হয়ে যাবে, এই ধারণা থেকেই অধিনায়কত্ব নিয়ে ভাবেননি ২৮ বছর বয়সী এই ক্রিকেটার। শনিবার (১৬ মে) তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভে একটি আড্ডায় এমনটাই জানিয়েছেন মুমিনুল।


promotional_ad

টাইগারদের টেস্ট অধিনায়কের ভাষ্যমতে,  ‘আমি অধিনায়কত্বের প্রস্তাব যখন পাই তখন আমার মনে হয়েছিল যে অধিনায়কত্ব করার এটাই সব থেকে উপযুক্ত সময়। আমার দলে চার-পাঁচটা সিনিয়র খেলোয়াড় আছে। যারা ১০ বছর ধরে ক্রিকেট খেলছে সেই সঙ্গে আরও তিন-চারজন জুনিয়র আছে যারা দুর্দান্ত খেলোয়াড়। ভালো কিছু স্পিনার আছে সেই সঙ্গে ভালো কিছু পেসারও আছে। সবকিছু মিলিয়ে আমার মনে হয়েছে এটাই সেরা সময় অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার।’


তামিমদের মতো সিনিয়র ক্রিকেটাররা আরো কয়েকবছর খেললে সহজেই দলকে এগিয়ে নিতে পারবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন মুমিনুল। অভিজ্ঞ খেলোয়াড়দের পরামর্শ কাজে লাগিয়ে অধিনায়কত্বকে আরো পাকাপোক্ত করার লক্ষ্য বাঁহাতি এই ব্যাটসম্যানের।


মুমিনুল বলেন, ‘আসলে তামিম ভাই আপনারা যারা সিনিয়র আছেন তারা আমাকে সবসময় অনুপ্রেরণা দেন। আপনারা সিনিয়ররা আরো কমপক্ষে পাঁচ-ছয় বছর খেলবেন। তাই সব কিছু মিলিয়ে আমার চিন্তা এই সময়টাতে আমি দেশের টেস্ট ক্রিকেটটাকে আরও এগিয়ে নিতে পারব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball